shono
Advertisement
Shantipur

ফোনে হচ্ছে না যোগাযোগ, কোথায় আছে জানা নেই! ইরানে আটকে থাকা ৩ যুবকের দুশ্চিন্তায় শান্তিপুর

সুস্থভাবে সকলে বাড়ি ফিরুক, প্রার্থনা পরিবারের সদস্যদের।
Published By: Suhrid DasPosted: 10:58 AM Jun 24, 2025Updated: 10:58 AM Jun 24, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: ইরান ও ইজরায়েলের যুদ্ধে একের পর এক মিসাইল হানা চলছে। দিন কয়েক ধরে চলা যুদ্ধে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে নদিয়ার শান্তিপুরের দুই পরিবারের। কর্মসূত্রে আমিরুল শেখ, আশরাফুল শেখ ও সাবের আলি ইরানে কাজ করতে গিয়েছিলেন। সেখানেই এই তিন যুবক এই মুহূর্তে আটকে আছেন বলে খবর। কবে তাঁরা ফিরবেন? তাও এই মুহূর্তে অজানা পরিবারের সদস্যদের কাছে। দিন কয়েক আগেও মোবাইল ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল দুই পরিবার। কিন্তু এখন সেই যোগাযোগও কার্যত বন্ধ বলে জানা গিয়েছে।

Advertisement

শান্তিপুর থানার গোপালপুর মেলের স্ট্রিট এলাকার বাসিন্দা সম্পর্কে দুই ভাই আমিরুল শেখ ও আশরাফুল শেখ। কাজের সূত্রে বছর খানেক আগে তাঁরা ইরানে গিয়েছিলেন। সেই দেশে তাঁরা সোনার দোকানে কাজ করেন বলে খবর। সব কিছু ঠিকঠাকও চলছিল। কিন্তু ইরান ও ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেই গোটা পরিস্থিতি বদলে গিয়েছে। দুই দেশই মিসাইল হামলা চালাচ্ছে। আমেরিকাও ইরানের পারমানবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। যুদ্ধ শুরু পরেই আকাশপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে দেশে ফেরার ক্ষেত্রে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা গিয়েছে। আমিরুল ও আশরাফুলের স্ত্রী, সন্তান ও অন্যান্য সদস্যরা শান্তিপুরের বাড়িতে টিভিতে প্রতিদিন যুদ্ধের খবর দেখছেন।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ফেরার জন্য প্লেনের টিকিটও দুই ভাই কেটে ফেলেছিলেন। দিন কয়েক পরে তাঁদের ফেরার কথা ছিল। ফলে এখন আর তাঁরা আসতে পারছেন না। মোবাইল হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে দুই ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল পরিবারের সঙ্গে। কিন্তু এখন ইরানের ওই এলাকায় সম্ভবত মোবাইল নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে। ফলে তাঁদের সঙ্গে যোগাযোগও সম্ভব হচ্ছে না। দুই ভাই কোথায়, কোন পরিস্থিতিতে আছেন? তাও এখন জানেন না বাড়ির লোকজন। ফলে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।

ওই এলাকারই বাসিন্দা সাবের আলি। তিনিও ইরানে কাজে গিয়ে আটকে পড়েছেন। তাঁর পরিবারের সদস্যরাও একইভাবে উদ্বিগ্ন। তাঁর সঙ্গেও ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কী অবস্থায় তিনি আছেন, সেই খবরও পরিবারের লোকজন পাচ্ছেন না। ঘটনার কথা জানতে পেরে শান্তিপুরের ওই এলাকার প্রতিবেশীরাও নিয়মিত খোঁজখবর রাখছেন। রাজনৈতিক ব্যক্তিরাও তাঁদের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছেন বলে খবর। ইরানে আটকে থাকা তিন শ্রমিকের পরিবারের সদস্যরা চাইছেন, ভারত সরকার গোটা বিষয়টিতে পদক্ষেপ করুক। ইরান, ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনা হোক। সুস্থভাবে সকলে সকলে বাড়ি ফিরে আসুক। সেই কথাই প্রার্থনা করছেন পরিবারের সদস্যরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইরান ও ইজরায়েলের যুদ্ধে একের পর এক মিসাইল হানা চলছে।
  • দিন কয়েক ধরে চলা যুদ্ধে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে নদিয়ার শান্তিপুরের দুই পরিবারের।
  • কর্মসূত্রে আমিরুল শেখ, আশরাফুল শেখ ও সাবের আলি ইরানে কাজ করতে গিয়েছিলেন।
Advertisement