কল্যাণ চন্দ: খড়গ্রাম (Khargram) খুনের ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই পুলিশের জালে এক সিভিক ভলান্টিয়ার-সহ ৪। সকলেই তৃণমূল সমর্থক বলে খবর। এদিকে রাগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। সব মিলিয়ে বৃহস্পতিবার সকালেও ব্যাপক উত্তেজনা খড়গ্রামে।
কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ী হয়েই দলবদল করেছিলেন সানোয়ারা বিবি। বুধবার সাদল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়৷ তারপরই বিকেলে তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেসের বিজয়ী প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার থেকে মুর্শিদাবাদের খড়গ্রামের রুহিগ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার সকালেও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযুক্তের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ।
[আরও পড়ুন: ভ্যানের চাকায় দু’টুকরো শিশু, দেহাংশ কুড়িয়ে হাসপাতালে গিয়েও হল না শেষরক্ষা, ৪৫ মিনিট পর মৃত্যু]
বুধবার রাতভর তল্লাশিতে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়রকে। তাঁর নাম ইজারুল শেখ ওরফে সঞ্জয়। ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গ্রামে যাতে অশান্তি না বাড়ে তাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
