Advertisement
মাছ-মাংসে আপত্তি নেই, আমিষে নিষেধাজ্ঞা জারি করেও চাপের মুখে ডিগবাজি ওড়িশার বিজেপি সরকারের
সাধারণতন্ত্র দিবস ঘিরে এমন বৈষম্যমূলক নির্দেশিকা ঘিরে তোলপাড় পড়ে যায়। ক্ষোভে ফুঁসে ওঠে তৃণমূল।
ভারতবাসীর খাদ্যাভাসে হস্তক্ষেপ! কোরাপুটের এক নির্দেশিকা ঘিরে এমনই বিতর্ক দানা বেঁধেছিল। বিজেপিশাসিত ওড়িশার অন্তর্ভুক্ত কোরাপুটে নির্দেশ দেওয়া হয়, সাধারণতন্ত্র দিবসে আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হল।
মাছ, মাংস, ডিমের মতো আমিষ সামগ্রী কোথাও বিক্রি করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছেন খোদ জেলাশাসক। তারপরই বিজেপিশাসিত প্রতিবেশী রাজ্যের এহেন ‘ফতোয়া’য় ফুঁসে উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার নির্দেশিকা জারি করে কোরাপুটের জেলা প্রশাসন। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে গোটা জেলায় মাছ, মাংস, ডিম-সহ সমস্ত আমিষ খাবার বিক্রি বন্ধ। এই মর্মে স্থানীয় দোকানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাধারণতন্ত্র দিবস ঘিরে এমন বৈষম্যমূলক নির্দেশিকা ঘিরে তোলপাড় পড়ে যায়। ক্ষোভে ফুঁসে ওঠে তৃণমূল। ঘাসফুল শিবির স্পষ্ট প্রশ্ন তোলে, ২৬ জানুয়ারি কি ধর্মীয় অনুষ্ঠান যে তাতে আমিষ খাবার খাওয়া যাবে না?
প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে আমিষ বিক্রি বন্ধের নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হল কোরাপুট প্রশাসন। রবিবার ফের নতুন করে প্রশাসনের তরফে বিবৃতি প্রকাশ করা হয়।
সেই বিবৃতিতে বলা হয়, আমিষ বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি কমিটির সুপারিশের উপর ভিত্তি করে। তবে একাধিক ইস্যু খতিয়ে দেখার পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে।
ইতিমধ্যেই একাধিক দোকান এবং অন্যান্য ক্ষেত্রগুলিকে আমিষ বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কোরাপুট প্রশাসন জানিয়েছে, সেই নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রত্যেক দোকানেই নির্দিষ্ট আমিষ পণ্য মিলবে।
উল্লেখ্য, এর আগে যোগীরাজ্য উত্তরপ্রদেশে একাধিক পার্বণে এভাবে আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। একাধিক মন্দির চত্বরেও বন্ধ করা হয়েছে আমিষের দোকান। সেই নিয়েও বরাবর বিতর্ক হয়েছে।
তবে সাধারণতন্ত্র দিবসের মতো আদ্যোপান্ত গণতান্ত্রিক উৎসবের দিনে কেন আমজনতার খাদ্যাভাসে হস্তক্ষেপ করবে সরকার? সেই প্রশ্ন তুলেই সরব হয়েছিল তৃণমূল। প্রতিবাদ এসেছিল আরও নানা মহল থেকে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:54 PM Jan 25, 2026Updated: 10:18 PM Jan 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
