রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ঘাটাল। নার্সিংহোম ভাঙচুরের চেষ্টা রোগীর আত্মীয়দের। শুধু তাই নয়, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ঘটনায় অন্তত চারজন পুলিশকর্মী গুরুতর জখম হন। আহত পুলিশকর্মীদের ইতিমধ্যে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই ঘটনায় খবর সংগ্রহ করতে গেলে আক্রান্ত হতে হয় সংবাদমাধ্যমের কর্মীদেরও।
রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুরের সাহাপুরের বাসিন্দা সুশান্ত মাঝিকে স্থানীয় অন্নপূর্ণা নার্সিংহোমে ভর্তি করা হয়। শনিবার এক পথ দুর্ঘটনায় বছর ১৭ এর সুশান্তের বাঁ হাত ভেঙে যায়। সেই চিকিৎসার জন্য তাঁকে অন্নপূর্ণা নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, ভর্তি করার পর থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদেরকে কিছুই জানায়নি। অপারেশনে নিয়ে সেখানেই মৃত্যু হয় সুশান্তের। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা।
শুধু তাই নয়, নার্সিংহোমে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। অভিযোগ, সেই সময় উত্তেজিত জনতা ইট ছুটতে থাকে পুলিশকে লক্ষ্য করে। শুধু তাই নয়, পরে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক গায়কোয়ার নিলেশ শ্রীকান্ত, দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারি-সহ বিশাল পুলিশ কর্মী।
কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শুরু হয় ধরপাকড়। জানা গিয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শুধু তাই নয়, মৃতদেহ নার্সিংহোম থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।
