অর্ণব দাস, বারাসত: কাজের নাম করে বাংলার ৪৫ জনকে দুবাইতে নিয়ে গিয়ে প্রতারণা। দুবাইতে আটকে সকলে। সেখান থেকেই ভিডিও বার্তায় প্রশাসনের কাছে বাড়িতে ফেরার আরজি জানিয়েছেন সকলে। তাঁদের মধ্যে দেগঙ্গার বাসিন্দা দুজন রয়েছেন।
জানা গিয়েছে, নদিয়ার হাঁসখালি থানার সিলবেড়িয়ায় এক এজেন্টের অফিস রয়েছে। তিনিই মে মাসের শেষের দিকে বাংলা থেকে প্রায় ৪৫ জনকে মোটা টাকার বিনিময়ে বিদেশে কাজের জন্য নিয়ে যান। অভিযোগ, সেখানেই তাঁদের এক মাসের বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। পাসপোর্ট, ভিসা-সহ অনান্য প্রমাণপত্র নিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। তাদের মধ্যে রয়েছেন দেগঙ্গা থানার কলসুরের বাসিন্দা রতন বৈরাগী এবং রাজু বৈরাগী।
[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনা থেকে শিক্ষা নেয়নি রেল! ঘুমের দেশে স্টেশন ম্যানেজার! প্যানেলের দায়িত্বে চতুর্থ শ্রেণির কর্মী]
তাঁদের পরিবারের সদস্য জয়া বৈরাগী বলেন, “কাজ দেওয়ার নাম করে প্রথমে দিল্লি, পরে দুবাইয়ে আটকে রাখা হয়েছে। এমনকি পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে। আমি চাই স্বামী রতন বৈরাগী ও দেওর রাজু বৈরাগীরা ফিরে আসুক। থানায় বিষয়টি জানিয়েছি।” যদিও এবিষয়ে অভিযুক্ত এজেন্টের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি রাজ্য প্রশাসনকে জানানোর কথা বলা হয়েছে।
