shono
Advertisement
Baharampur

বহরমপুরে পুলিশি তৎপরতায় বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার ৭০টি গরু! ধৃত ১০

ছোট তিনটি ট্রাকে ঠাসাঠাসি করে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
Published By: Suhrid DasPosted: 05:31 PM Feb 22, 2025Updated: 05:31 PM Feb 22, 2025

কল্যাণ চন্দ্র, বহরমপুর: পুলিশি তৎপরতায় পাচারের আগেই ধরা পড়ল গাড়িবোঝাই গরু। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ওই গরু পাচার হচ্ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ। শনিবার দুপুরের পর ৭০টি গরু উদ্ধার করে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার পুলিশ। ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বহরমপুর পুলিশের কাছে গোপন সূত্রে গরুপাচারের খবর আসে। সেই মতো সাটুই এলাকায় শুরু হয় নাকাচেকিং। এদিন দুপুরের পর তিনটি ছোট ট্রাককে যেতে দেখা গেলে পুলিশ সেগুলির পথ আটকায়। দেখা যায় তিনটি গাড়িতেই ঠাসাঠাসি করে গরু রাখা রয়েছে। সেই গরু নিয়ে যাওয়ার কোনও কাগজপত্রও ছিল না। গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন জবাব পাওয়া যায়। এরপরই ওই তিনটি গরুবোঝাই ট্রাক আটক করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট ১০ জনকে।

পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞসাবাদের পর জানতে পেরেছে, ওই বিপুল পরিমাণ গরু বীরভূমের সাঁইথিয়া এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল। ধৃতরা জানিয়েছেন, বেলডাঙার হাটে ওই গরু বিক্রি করা হত। যদিও সেই কথার সত্যতা পাননি তদন্তকারীরা। ওই ৭০টি গরু কি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ওই জেলার সীমান্তেই বাংলাদেশ। জেলার বিভিন্ন জায়গা দিয়ে গরুপাচারের ঘটনা অতীতে দেখা গিয়েছে। সাম্প্রতিক অতীতেও একাধিক গরুপাচারের ঘটনা সামনে এসেছে।

ছোট তিনটি ট্রাকে ঠাসাঠাসি করে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে বেশ কয়েকটি গরু মারা গিয়েছে বলে জানা গিয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশি তৎপরতায় পাচারের আগেই ধরা পড়ল গাড়িবোঝাই গরু।
  • সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ওই গরু পাচার হচ্ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
  • শনিবার দুপুরের পর ৭০টি গরু উদ্ধার করে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার পুলিশ।
Advertisement