shono
Advertisement

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ বালক, উদ্ধার মৃতদেহ

মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য৷ The post বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ বালক, উদ্ধার মৃতদেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:18 PM Oct 29, 2018Updated: 03:18 PM Oct 29, 2018

নন্দন দত্ত, সিউড়ি: রোজকার মতোই রবিবার দুপুরবেলা বন্ধু শেখ শাহরুখের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল ফারহাদ৷ কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা, রাত্রি হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে৷ খোঁজ পড়ে যায় গ্রামে৷ অবশেষ সোমবার সকালে উদ্ধার হল ওই পঞ্চম শ্রেণির কিশোর ফারহাদের মৃতদেহ৷ আশ্চর্যজনকভাবে পুলিশে কাছে কোনও অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার৷ সূত্রের খবর, স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃত্যুর কারণ নিয়ে এখনও ধন্দে রয়েছে দুই পরিবার এবং পুলিশ৷

Advertisement

[একই পাড়ায় বিয়েতে ‘অপরাধ’! মোড়লদের নিদানে একঘরে পরিবার]

ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত গরুইঝোরা গ্রামে৷ ওই গ্রামের বাসিন্দা শেখ শাহরুখ ও ফারহাদ খুব ভাল বন্ধু৷ রবিবার দুপুরে শাহরুখের সঙ্গেই সাইকেল নিয়ে ঘুরতে যায় ফারহাদ৷ সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেনি সে৷ চিন্তায় খোঁজ শুরু করে তার পরিবার৷ তন্নতন্ন করে খোঁজা হয় গ্রামের সমস্ত ঝোপঝাড় ও রেলস্টেশন৷ সন্ধ্যায় গ্রামের ক্যানেলের কাছ থেকে উদ্ধার হয় ফারহাদের সাইকেল ও চটি৷ এরপরেই চিন্তিত পরিবার সিউড়ি থানার দ্বারস্থ হয়৷ যৌথ তদন্তে নামে পুলিশ ও দমকল৷ ক্যানেলের জল সরবরাহ ব্যবস্থা বন্ধ করে খোঁজ চলে৷ কিন্তু কিছুই না মেলায় হতাশ হয়েই ফিরতে হয় পুলিশ ও দমকল কর্মীদের৷

[দেনার দায়, যমজ শিশুকন্যাকে বিক্রি করে হাজতে বাবা]

অবশেষ সোমবার সিঙ্গুর গ্রামের চেকগেটের কাছ থেকে উদ্ধার হয় ফারহাদের মৃতদেহে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রামে৷ শোকে ভেঙে পড়ে ফারহাদের পরিবার৷ জানা গিয়েছে, ঘটনার পর থেকেই কোনও পাত্তা ছিল না শাহরুখ ও তার পরিবারের৷ তবে সোমবার সকালে তারা গ্রামে ফিরে আসে। ঘটনায় পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ দায়ের করেনি মৃত ফারহাদের পরিবার৷ তারা এটাকে নিছকই দুর্ঘটনা বলেই দাবি করছে৷ তবে অনেকের মনেই এই ঘটনাকে কেন্দ্র করে বহু প্রশ্ন তৈরি হয়েছে৷ শাহরুখ জানিয়েছে, রবিবার বিকালে সাঁকোর কাছে গিয়ে তাকে ম্যাজিক দেখাতে চায় ফারহাদ৷ কিন্তু তা দেখতে চায়নি সে৷ চলে আসে সেখান থেকে৷ এরপর থেকেই তার সঙ্গে ফারহাদের আর দেখা হয়নি৷

ছবি: বাসুদেব ঘোষ

The post বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ বালক, উদ্ধার মৃতদেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement