shono
Advertisement
CPM

বাড়ির প্রবেশপথ আটকে আড্ডা! প্রতিবাদ করে প্রাক্তন সিপিএম কাউন্সিলরের হাতে 'আক্রান্ত' দম্পতি

অভিযোগ অস্বীকার করেছে জেলা সিপিএম নেতৃত্ব।
Published By: Tiyasha SarkarPosted: 07:11 PM Mar 02, 2025Updated: 07:11 PM Mar 02, 2025

অর্ণব দাস, বারাসত: বাড়ির প্রবেশপথ আটকে সিপিএমের আড্ডা দীর্ঘদিনের। তার প্রতিবাদ করায় সিপিএমের প্রাক্তন কাউন্সিলর ও তাঁর দলবলের হাতে আক্রান্ত দম্পতি! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাদু ফাঁড়ি সংলগ্ন এলাকায়। রবিবার এনিয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সূর্যেন্দু সরকার। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মেয়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন সূর্যেন্দুবাবু। তখন তিনি বাড়ি ঢোকার রাস্তা আটকে সিপিএমের আড্ডা দীর্ঘদিনের সমস্যা। তা নিয়ে বহুবার আপত্তি জানিয়েও কোনও কাজ হয়নি। এদিন আপত্তি জানাতেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। সূর্যেন্দু সরকারের কথায়, "সিপিএমের নেতা কর্মীরা বাড়ির সামনের ঢোকার রাস্তা আটকে গালিগালাজ দিয়ে আড্ডা দেয়। বহুবার এনিয়ে আপত্তি জানিয়েছি। এদিন অন্যত্র সরে আড্ডা দেওয়ার অনুরোধ করেছিলাম। তখন কিছু বলেনি। পরে আবার যখন বাড়ি থেকে বেড়িয়েছি তখন অনেকে মিলে আমাকে ধরে হুমকি দেয়, মারধর করে। সিপিএমের প্রাক্তন কাউন্সিলর তাদের মধ্যে ছিল। সেও আমার উপর হামলা চালিয়েছে। আওয়াজ শুনে স্ত্রী বেরলে তাকেও হেনস্তা করা হয়।"

পুলিশ ফাঁড়ির সামনেই ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। ইতিমধ্যেই আক্রান্তরা থানায় অভিযোগ জানিয়েছেন। গোটা পরিবার আতঙ্কে কাঁটা। ঘটনাটি নিয়ে তৃণমূল ও গেরুয়া শিবির সরব হতেই সিপিএম-এর জেলা কমিটির সদস্য আহমেদ আলি খান জানান, রাস্তা আটকে আমাদের দলের কোনও নেতাকর্মী আড্ডা দেন না, মারধরের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ওখানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলেই ঘটনাটি পরিষ্কার হয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ির প্রবেশ পথ আটকে সিপিএমের আড্ডা দীর্ঘদিনের।
  • তার প্রতিবাদ করায় সিপিএমের প্রাক্তন কাউন্সিলর ও তাঁর দলবলের হাতে আক্রান্ত দম্পতি! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাদু ফাঁড়ি সংলগ্ন এলাকায়।
  • রবিবার এনিয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সূর্যেন্দু সরকার। তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement