নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: কৃষককে মারধর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি গোবরডাঙ্গা পুরসভার তৃণমূল কাউন্সিলর সবিতা দাসের স্বামী অশোক দাস। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দীর্ঘক্ষণ ইছাপুর-হাটখোলা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশের তরফে সাহায্যের আশ্বাস মিললে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।
[আরও পড়ুন:কাজ চাই নাহলে স্বেচ্ছামৃত্যু! ‘দিদিকে বলো’তে ফোন করে আরজি গৃহবধূর]
জানা গিয়েছে, ইছাপুরের বাসিন্দা অসিত পাল দীর্ঘ ৪০ বছর ধরে ওই জমিতে চাষ করছেন। দিন কয়েক আগে অভিযুক্ত তৃণমূল নেতা হঠাৎই দাবি করেন, ওই জমি তিনি কিনে নিয়েছেন। এরপর সোমবার সকালে দলবল নিয়ে অশোক ওই জমির ফসল নষ্ট করে দেয় বলে অভিযোগ। এমনকী অসিতবাবুকে মারধরও করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সমাধানের আশ্বাস দিলে ওঠে অবরোধ।
আক্রান্ত অসিতবাবু বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অসিত বাবুর প্রশ্ন, “বাংলাদেশের এক ব্যক্তির কাছ থেকে ভাগে জমি নিয়ে ৪০ বছর ধরে চাষ করছি। জমির মালিক মারা গিয়েছেন। তবে অশোকবাবু কী করে জমি কিনলেন।” যদিও অশোকবাবু জানান, “কয়েক মাস আগে হিরন্ময় দত্ত নামে এক ব্যক্তির থেকে জমি কিনেছি। অসিতকে বারবার বলা সত্ত্বেও জমি ছাড়ছিলেন না। তাই দলবল নিয়ে গিয়েছি।” তবে ফসল নষ্ট বা মারধরের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি তাঁর।
[আরও পড়ুন:‘আমি খুন করলে বংশলোপ করে দেব’! ফের বেলাগাম দিলীপ ঘোষ]
পুলিশ সূত্রে খবর, অসিতের পরিবারের তরফে ইতিমধ্যেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “বেআইনি ভাবে যদি কেউ জমি দখল করে থাকে, তা মেনে নেওয়া হবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে৷”
The post কৃষকের জমি হাতানোর চেষ্টা তৃণমূল নেতার, প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.
