shono
Advertisement
Assam Special Revision

হচ্ছে না SIR, অসমে তবু বাদ ১০ লক্ষের বেশি ভোটারের নাম, উঠছে প্রশ্ন

SIR না হওয়া সত্ত্বেও কীভাবে আড়াই কোটি ভোটারের মধ্যে ১০ লক্ষের বেশি নাম বাদ পড়ল?
Published By: Subhajit MandalPosted: 10:09 AM Dec 28, 2025Updated: 11:03 AM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NRC প্রক্রিয়া প্রায় সম্পন্ন। তাই সীমান্তবর্তী এবং ভোটমুখী রাজ্য হওয়া সত্ত্বেও অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR হবে না অসমে। আগেই জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেটার বদলে হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে বিশেষ সংশোধন বা SR শুরু করে কমিশন। আর তাতেই বাদ পড়ল ১০ লক্ষের বেশি মানুষের নাম।

Advertisement

SIR এবং SR-এর মূল পার্থক্য হল প্রথম ক্ষেত্রে প্রত্যেক ভোটারের সশরীরে শনাক্তকরণ প্রয়োজন হয়। দ্বিতীয় ক্ষেত্রে সেটার প্রয়োজন নেই। এটা অনেকটা ঐচ্ছিক। কোনও ভোটার নিজে থেকে তালিকায় নাম সংযোজন বা বিয়োজনের আবেদন করলে সেটাই যাচাই করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সব মিলিয়ে অসমের ৬১,০৩,১০৩টি বাড়িতে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সংশোধন প্রক্রিয়া ও নাম যাচাই পর্ব চলেছে। এই প্রক্রিয়ায় ৩৫টি জেলার নির্বাচন আধিকারিক, ১২৬টি বিধানসভা কেন্দ্রের ইআরও, ২৯,৬৫৬ বুথ লেভেল অফিসার এবং ২,৫৭৮ বিএলও সুপারভাইজার অংশ নিয়েছেন।

শেষ পর্যন্ত ভোটমুখী রাজ্যটিতে বিশেষ সংশোধনে বাদ পড়েছে ১০ লক্ষ ৫৬ হাজার ২৯১ জন ভোটারের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে, এদের মধ্যে ৪,৭৮,৯৯২ জন মারা যাওয়ায় নাম বাদ গিয়েছে। ৫,২৩,৬৮০ জনের নাম ঠিকানা পরিবর্তনের কারণে এবং ৫৩,৬১৯ জনকে একাধিক স্থানে নাম থাকা বা একাধিক বার নাম এন্ট্রি হওয়ার ফলে তালিকা থেকে সরানো হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২,৫১,০৯,৭৫৪ জনে। তবে এর মধ্যে ৯৩,০২১ জন সন্দেহভাজন বা ডি-ভোটারের নাম অন্তর্ভুক্ত নয়। যদিও মূল খসড়ায় ওই ডি-ভোটারদের নাম রাখা হয়েছে। কারণ নাগরিকত্ব নিয়ে তাঁদের মামলাগুলির শুনানি চলছে ফরেনার্স ট্রাইব্যুনালে। তাই রায় না আসা পর্যন্ত তাঁদের নাম সংশোধন, সংযোজন, বিয়োজন কিছুই করতে পারবে না কমিশন। 

বিরোধীদের আশঙ্কা, সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে বিরোধী শিবিরের ভোটে কাঁচি করার চেষ্টা করছেন হিমন্ত। তাছাড়া সদ্যই লোকসভা ও বিধানসভা ভিত্তিক সীমানা পুনর্বিন্যাস হয়েছে অসমে। তাতে অনেক ভোটারের নাম একাধিক কেন্দ্রে থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। বহু ভোটারের নাম দু'জায়গা থেকেই কাটা পড়েছে। যদিও কমিশন বলছে, এই তালিকা পুরোপুরি স্বচ্ছ্ব। সরকারিভাবে কোনও অভিযোগ জমা পড়েনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্তবর্তী এবং ভোটমুখী রাজ্য হওয়া সত্ত্বেও অসমে অসমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR হবে না অসমে।
  • সেটার বদলে হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে বিশেষ সংশোধন বা SR শুরু করে কমিশন।
  • আর তাতেই বাদ পড়ল ১০ লক্ষের বেশি মানুষের নাম।
Advertisement