shono
Advertisement
Deganga

ডায়মন্ড হারবারের ধাঁচে হাবড়ায় মেগা স্বাস্থ্য শিবির, উপকৃত হাজারের বেশি

কী বলছেন দেগঙ্গার বাসিন্দারা?
Published By: Tiyasha SarkarPosted: 04:23 PM May 12, 2025Updated: 04:23 PM May 12, 2025

অর্ণব দাস, বারাসত: ডায়মন্ড হারবারের ধাঁচে হাবড়ার দেগঙ্গায় মেগা স্বাস্থ্য শিবির। সোমবারের এই ক্যাম্পে ছিলেন রাজ্যের প্রথম সারির চিকিৎসকরা। উপকৃত হলেন একহাজারের বেশি মানুষ। স্থানীয় তৃণমূল নেতা জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এই ক্যাম্পের পরিকল্পনা করেন তাঁরা।

Advertisement

ডায়মন্ড হারবারে আয়োজিত বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্পে উপকৃত হয়েছিলেন বহু মানুষ। তা দেখেই দেগঙ্গায় মেগা স্বাস্থ্যশিবিরের পরিকল্পনা করা হয় খবর। সোমবার সেখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান কমপক্ষে এক হাজার মানুষ। ওই ক্যাম্পে এসেছিল দেগঙ্গার বাসিন্দা ছোট্ট সোহেল। জটিল রোগে আক্রান্ত সে। এদিন মেডিকেল বোর্ড বসিয়ে ক্যাম্পেই দ্রুত প্রাথমিক পরিষেবা দেওয়া যায় তাকে। বিষয়টি জানামাত্রই খুদের পাশে থাকার আশ্বস্ত দেন দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান। তার চিকিৎসার দায়ভার নিজের কাঁধে তুলে নেন তিনি।

পরিষেবা পেয়ে দেগঙ্গার ছোট্ট সোহেলের বাবা জানান, তারা বাংলা ও ভারতের বিভিন্ন হাসপাতালে ঘুরেও পরিষেবা পাননি। কিন্তু এদিন সহযোগিতা পেয়েছেন। ফলে স্বস্তি পেয়েছেন তিনি। এরপরই দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান বলেন, "তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই এই শিবিরের আয়োজন। আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকার চেষ্টা করব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডায়মন্ড হারবারের ধাঁচে হাবড়ার দেগঙ্গায় মেগা স্বাস্থ্য শিবির। সোমবারের এই ক্যাম্পে ছিলেন রাজ্যের প্রথম সারির চিকিৎসকরা।
  • উপকৃত হলেন একহাজারের বেশি মানুষ।
  • স্থানীয় তৃণমূল নেতা জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এই ক্যাম্পের পরিকল্পনা করেন তাঁরা।
Advertisement