shono
Advertisement

Breaking News

কোচবিহার আদালত লাগোয়া মালখানায় বিস্ফোরক! বাজেয়াপ্ত গাঁজার প্যাকেটে হ্যান্ড গ্রেনেড

গাঁজার প্যাকেটে কীভাবে হ্যান্ড গ্রেনেড এল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
Posted: 12:26 PM Feb 12, 2023Updated: 12:47 PM Feb 12, 2023

বিক্রম রায়, কোচবিহার: পুলিশের বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেটে হ্যান্ড গ্রেনেড! কোচবিহার জেলা আদালত লাগোয়া মালখানায় হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। রবিবার সকালে হ্যান্ড গ্রেনেডটি সেনার তরফে হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। গাঁজার প্যাকেটে কীভাবে হ্যান্ড গ্রেনেড এল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কোথা থেকে ওই গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বেশ কয়েকদিন আগে গাঁজার প্যাকেট বাজেয়াপ্ত করে কোচবিহার জেলা আদালতের মালখানায় এনে আনা রাখা হয়। গত ৮ ফেব্রুয়ারি মালখানা পরিষ্কার করা হয়। সেই সময় বাজেয়াপ্ত হওয়া গাঁজার প্যাকেটে হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। সূত্রের খবর, ওই হ্যান্ড গ্রেনেডটি প্রতিরক্ষামন্ত্রকের গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতেই তৈরি।

[আরও পড়ুন: গ্রুপ ডি-তে বাতিলদের জায়গায় ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ, সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ SSC’র]

ওই হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করার মতো প্রযুক্তি পুলিশের কাছে ছিল না। তাই বিন্নাগুড়ি সেনা ছাউনিতে বিষয়টি জানান হয়। সেই অনুযায়ী রবিবার কালে সেনাবাহিনীর বিশেষ দল বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। বোমা নিষ্ক্রিয় করার আগে সাগরদিঘি লাগোয়া এলাকা ঘিরে ফেলা হয়। যাতে কোনও বিপদ না ঘটে তাই নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় সকলকে।

সরকারি অস্ত্রাগারে তৈরি হ্যান্ড গ্রেনেড কীভাবে বাজেয়াপ্ত হওয়া গাঁজার প্যাকেট এল, স্বাভাবিকভাবেই তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কি গাঁজার প্যাকেটের আড়ালে হ্যান্ড গ্রেনেড পাচারের চক্র কাজ করছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছিল, তার সূত্র ধরে সমস্ত রহস্যভেদের চেষ্টায় পুলিশ।

[আরও পড়ুন: ১২-১৮ ফেব্রুয়ারির Horoscope: এই রাশির জাতকরা বড় বিনিয়োগ করবেন না, কী রয়েছে আপনার ভাগ্যে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার