শুভদীপ রায় নন্দী: কখনও রাতের অন্ধকার আবার কখনও সকাল। ধীর পায়ে দিব্যি হেঁটে চলছে সে। কখনও লুকিয়ে পড়ছে জঙ্গলে। আবার কখনও উঁকি মারছে গাছগাছালি পিছন থেকে। সম্প্রতি ভাইরাল ভিডিওয় এক চিতাবাঘের এমন কাণ্ডকারখানা দেখে চোখ কপালে উঠেছে পাহাড়বাসীর। ভিডিওটি যাঁরা শেয়ার করছেন তাঁদের দাবি বুধবার রাত থেকে এভাবেই নাকি পাহাড়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে চিতাবাঘটি। আর তার জেরে আতঙ্কে রাতের ঘুমও প্রায় উড়ে গিয়েছে পাহাড়বাসীর। চিতাবাঘের আনাগোনা দুশ্চিন্তা বাড়াচ্ছে বনদপ্তরেরও।
বুধবার রাত থেকে চিতাবাঘের আনাগোনার খবর ছড়িয়ে পড়ে। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি চিতাবাঘের ভিডিও। যে ভিডিওটিতে দেখা গিয়েছে একটি চিতাবাঘ রাতের অন্ধকারে জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে ধীর পায়ে হেঁটে চলেছে। কখনও আপন খেয়ালে সে লুকিয়ে পড়ছে আবার কখনও এদিক-সেদিক চেয়ে দেখছে। অনেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এক ব্যক্তির দাবি, বুধবার রাতে সেবক পার করার পর বাইক আরোহীদের চোখে পড়ে চিতাবাঘটি। আর সেটি স্মার্টফোনবন্দি করেন বাইক আরোহীরা। এরপর বৃহস্পতিবার সকালে সেবক পার করে কালিম্পং যাওয়ার পথে ঋষিখোলার কাছে আরেকটি চিতাবাঘের দেখা মেলে। একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। একেবারে পাহাড়ের খাদের কাছে দাঁড়িয়ে ছিল চিতাবাঘটি। গাড়িটি কিছুটা এগনোর পরই রাস্তায় চলে আসে সে। গাড়িচালক ওই চিতাবাঘটিকে ক্যামেরাবন্দি করেন। তিনিও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
[আরও পড়ুন: সাংসদের উপস্থিতিতে সংকল্প যাত্রার মঞ্চে দুই বিজেপি নেতার হাতাহাতি, অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব]
চা বাগানে চিতাবাঘের দেখা মেলে অহরহ। প্রায়শই খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে তারা। তাই আতঙ্ক কোনওভাবে পিছু ছাড়েনা স্থানীয়দের। আবার তার উপর পাহাড়ে চিতাবাঘের দেখা মেলার ভাইরাল ভিডিওয় নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে।রাতের ঘুমও প্রায় উড়েছে পাহাড়বাসীর। আদতে এই ভিডিওর কোনও সত্যতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বনদপ্তর। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in।
দেখুন ভিডিও:
The post অবাধে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! ভাইরাল ভিডিওয় আতঙ্কে পাহাড়বাসী appeared first on Sangbad Pratidin.
