shono
Advertisement
Bishops' Conference of India

দেশে খ্রিস্টানদের উপর হামলায় উদ্বিগ্ন বিশপ কনফারেন্স, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের

কী বলল তৃণমূল?
Published By: Subhodeep MullickPosted: 11:32 AM Dec 25, 2025Updated: 01:35 PM Dec 25, 2025

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: বড়দিনের উৎসবের আবহে দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করল ক্যাথলিক বিশপ কনফারেন্স অফ ইন্ডিয়া। সংগঠনের সভাপতি আর্চবিশপ অ্যান্ড্রুজ থাজ্জাত বলেন, "দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনায় আমরা মর্মাহত। হামলা আতঙ্ক-ভীতির পরিবেশ তৈরি করেছে।" তিনি আরও বলেন, "ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের নির্ভয়ে নিজের ধর্মীয় রীতি পালনের অধিকার রয়েছে। সেই অধিকার লঙ্ঘন করে যে ঘৃণা ও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই।"

Advertisement

অ্যান্ড্রুজ থাজ্জাত প্রশাসনিক কর্তাদের উদ্দেশে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, "যাঁরা সমাজে বিভাজন ছড়াতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।" একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানান, যাতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ধর্মীয় আচার পালন করতে পারেন এবং শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে বড়দিন উদযাপন করতে পারেন।

এদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনও এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে বলেন, "এই দু'জনের দায়িত্ব বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা এবং তাঁদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।" ডেরেক ও'ব্রায়েন আরও মন্তব্য করেন, "আমাদের প্রতিক্রিয়ার কিছুক্ষণের মধ্যেই বিশপের বক্তব্য সামনে এসেছে, যা বিষয়টির গুরুত্ব আরও স্পষ্ট করেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়দিনের উৎসবের আবহে দেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করল ক্যাথলিক বিশপ কনফারেন্স অফ ইন্ডিয়া।
  • সংগঠনের সভাপতি আর্চবিশপ অ্যান্ড্রুজ থাজ্জাত বলেন, "দেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনায় আমরা মর্মাহত। হামলা আতঙ্ক-ভীতির পরিবেশ তৈরি করেছে।"
  • তিনি আরও বলেন, "ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের নির্ভয়ে নিজের ধর্মীয় রীতি পালনের অধিকার রয়েছে। সেই অধিকার লঙ্ঘন করে যে ঘৃণা ও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আমরা তীব্র নিন্দা জানাই।"
Advertisement