শান্তনু কর, জলপাইগুড়ি: ভাড়াটে খুনি এনে মামাকে কুপিয়ে খুন! পুলিশের জালে অভিযুক্ত ভাগ্নে-সহ মোট ৬ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধুপগুড়ি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জমি বিবাদের জেরেই এই খুন। যদিও নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, মৃতের নাম মেহতাব হোসেন। বয়স ৩৮ বছর। ধুপগুড়ি থানার অন্তর্গত আংরাভাসার বাসিন্দা ছিলেন তিনি। সূত্রের খবর, ভাগ্নে আফতাব হোসেনের সঙ্গে বিহারের কোনও এক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল মেহতাবের। আফতাব হোসেন কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। অভিযোগ, মামাকে খুনের ছক কষেই খুনিদের সঙ্গে নিয়ে ধুপগুড়ি যায় আফতাব। পরিকল্পনা মাফিক শুক্রবার ভোরে মেহতাব হোসেন ও তাঁর স্ত্রীকে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেহতাব হোসেনের। গুরুতর আহত তাঁর স্ত্রী। জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে মহিলার।
[আরও পড়ুন: চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু! ক্ষোভে ফেটে পড়ল পরিবার, উত্তপ্ত রামপুরহাট]
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), ডিএস পি ক্রাইম। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ২ জন মহিলা। এরা সকলেই ভিনরাজ্যের বাসিন্দা বলে খবর। যদিও এই ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি, তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
