সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দম্পতির ঘরোয়া বিবাদের সমাধান করতে গিয়ে আক্রান্ত এক গৃহশিক্ষক। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই শিক্ষক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার পার্বতী গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: উদয়ন গুহ গাড়ি ভাঙচুরের প্রতিবাদ, ১২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট দিনহাটায়]
সভার নির্দেশ মেনে বাড়ি ফিরে যায় অচিন্ত্য। কিন্তু সালিশি সভার সিদ্ধান্ত বিরুদ্ধে যাওয়ায় রাগে ফুঁসছিল ওই ব্যক্তি। অভিযোগ, সেই ক্ষোভেই রবিবার সন্ধেয় শচীন্দ্রবাবুর উপর চড়াও হয় অভিযুক্ত। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে ওই গৃহশিক্ষককে কোপায় সে। চিৎকারে শুনে স্থানীয়রা ছুটে যেতেই চম্পট দেয় অচিন্ত্য। এরপর স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই আক্রান্তের ভাইপো কৃষ্ণেন্দু বক্সি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। এখনও পলাতক অভিযুক্ত।
[আরও পড়ুন: খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত সাংবাদিক, দর্শক পুলিশ]
The post মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মার, বাধা দিতে গিয়ে গুরুতর জখম প্রতিবেশী appeared first on Sangbad Pratidin.
