সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তাল বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা হাসিনা বিরোধী মুখ ওসমান হাদির শেষকৃত্যের পর চূড়ান্ত অশান্তির আশঙ্কা। বাংলাদেশের সংসদ ভবন ঘিরে ধরেছে জনতা। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কয়েকগুণ বৃদ্ধি করা হয়। সেনাবাহিনী জমায়েত জনতাকে আপাতত সরিয়ে দেয়। তবে আশঙ্কা থাকছেই, রাতের আঁধারে তাঁরা সংসদ ভবনে ঢুকে ফের তাণ্ডব চালাতে পারে। সেই আশঙ্কায় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে সংসদ ভবন চত্বর জুড়ে। এর আগে গত বছর ছাত্র আন্দোলন চলাকালীন গণভবনে ঢুকে আমজনতার লুটপাটের ছবিটা এখনও কেউ ভোলেননি কেউ। সেই আশঙ্কাই ফের তৈরি হচ্ছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি-সংলগ্ন এলাকায় সমাধিস্থ করা হয়েছে ওসমান হাদিকে। তাঁর 'জানাজা' লাখো মানুষের ভিড় ছিল। এরপর সন্ধ্যা নামতেই জনতার ভিড় ঘিরে ধরে ঢাকায় অবস্থিত বাংলাদেশের সংসদ ভবনকে। পুলিশের অনুমান, তাঁরা সংসদ ভবন দখল ও সেখানে ঢুকে তছনছ চালানোর উদ্দেশে জড়ো হয়েছিল। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনী উত্তেজিত জনতাকে রুখে দিয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। এর আগে গণভবনে জনতার লুটপাটের কথা কেউ ভোলেননি। সেবার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাড়ি থেকে শুরু করে বাসভবনের একাধিক মূল্যবান জিনিস লুট করেছিল আমজনতা। তা নিয়ে তীব্র নিন্দা হয়। এবার কি তবে মৌলবাদীদের নিশানায় সংসদ ভবন? উঠছে প্রশ্ন।
এদিকে, 'শহিদ' তকমাপ্রাপ্ত ওসমান হাদির সমাধিতে রাতেও প্রচুর মানুষের উপস্থিতি চোখে পড়ছে। অশান্তি এড়াতে এখানেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, রাতভর এখানে পুলিশ প্রহরা থাকবে। নিরাপত্তার কথা বিবেচনা করে রবিবারও এই এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখা হতে পারে।
