সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার গোতলাহাটের সেবানগর কৃষ্ণপুরে। ঘাতক লরিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম কৌশিকী বাগ। স্থানীয় যোগেশ্বরী ইনস্টিটিউট অ্যাকাডেমিতে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। মঙ্গলবার বাবার সঙ্গে সাইকেলে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই ছাত্রী। অভিযোগ, সেই সময় পিছন থেকে একটি লরি ধাক্কা দেয় সাইকেলে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়ে কৌশিকী। সেই সময় তার পেটের উপর দিয়ে চলে যায় লরি।
[আরও পড়ুন: চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল পাচ্ছেন রাজ্যের ৬ IPS, তালিকায় জঙ্গলমহলের ২ পুলিশ সুপারও]
তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছাত্রীটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘাতক লরিটিতে ভাঙচুর চালিয়েছে বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লরিটিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক ও খালাসিকে।
