সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে স্টেনগান দেখিয়েছিলেন। পরে জশপ্রীত বুমরাহকেও কটাক্ষ করেছিলেন। সেই সাহিবজাদা ফারহান এবার চরম 'অপমান' করলেন শচীন তেণ্ডুলকরকে। পাকিস্তানি ক্রিকেটার নিজের দেশের ক্রিকেটারকে 'সেরা' প্রমাণ করতে গিয়ে শচীনকেও ছাড়লেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে তাঁর কাণ্ডে হতবাক ক্রিকেটভক্তরা।
এশিয়া কাপ চলাকালীন মাঠে একাধিকবার ‘ভারতবিদ্বেষী’ আচরণ করেছে পাকিস্তান। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ‘বন্দুক সেলিব্রেশন’ করে বিতর্কে জড়ান। তখন অবশ্য তিনি যুক্তি দেন, পাকিস্তানের পাখতুন গোষ্ঠী নাকি এভাবেই আনন্দ-উৎসব উদযাপন করে। কিন্তু সেটা যে কথার কথা মাত্র তা ফের প্রমাণিত হল। এই মুহূর্তে বিপিএল খেলতে বাংলাদেশে তিনি।
তাঁকে দু'জন ক্রিকেটারের মধ্যে 'সেরা' বেছে নিতে বলা হয়। একজন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। যিনি পাকিস্তানের হয়ে ৮১টি ওয়ানডে ও ৭৯টি টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে প্রথমে ছিলেন পাকিস্তানেরই অন্যতম সেরা ব্যাটার সইদ আনোয়ার। কিন্তু সবাইকে চমকে দিয়ে সাহিবজাদা বেছে নেন আহমেদকে। এটা সবে শুরু। এরপর তিনি বীরেন্দ্র শেহওয়াগ, রোহিত শর্মার থেকেও এগিয়ে রাখেন আহমেদকে। অবশেষে আসে শচীনের নাম। এবারও তিনি আহমেদের নামই করেন। তবে এটাও জানান, আহমেদ তাঁর প্রিয় ব্যাটার, কিন্তু শচীনের স্কিল তুলনায় ভালো। তারপরও কেন শচীনের জায়গায় আহমেদকে বাছলেন, সেটাই প্রশ্ন।
শচীনকে এভাবে 'অপমান' করায় ক্রিকেটভক্তরা ক্ষুব্ধ। তবে শুধু ভারতীয়রা নন, পাকিস্তানিরাও এহেন মন্তব্যে খুশি নন। কীভাবে সইদ আনোয়ারকে আহমেদের থেকে পিছিয়ে রাখা হচ্ছে, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না।
