shono
Advertisement

কাঁধে হিন্দু বন্ধুর দেহ, মুখে রামনাম করতে করতে শ্মশানের পথে শাহিদ

এই ঘটনাই প্রমাণ দিল ধর্মের ঊর্ধ্বে মানবতা৷ The post কাঁধে হিন্দু বন্ধুর দেহ, মুখে রামনাম করতে করতে শ্মশানের পথে শাহিদ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:58 AM Aug 10, 2019Updated: 02:54 PM Aug 10, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: মৃত সুরেন্দ্র আগরওয়ালের শব কাঁধে বহন করে রামনাম করতে করতে শ্মশানে গেলেন বন্ধু শাহিদ খান৷ দায়িত্ব নিয়ে শাহিদ হিন্দুরীতি মেনে বন্ধু সুরেন্দ্রর সৎকার করলেন৷ শুধু সৎকার নয়, ক্যানসার আক্রান্ত সুরেন্দ্র আগরওয়ালকে সাতমাস ধরে নিজের বাড়িতে রেখে চিকিৎসাও করিয়েছেন শাহিদ৷ সম্প্রীতির অনন্য নজিরের সাক্ষী রইল আসানসোলের সীতারামপুর৷

Advertisement

[আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, বন্ধ ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ]

মুম্বইয়ে কাজ করতে গিয়ে রাজস্থানের আজমেরের বাসিন্দা সুরেন্দ্র আগরওয়ালের সঙ্গে বন্ধুত্ব হয় সীতারামপুরের শাহিদ খানের৷ তিনি সুরেন্দ্রর থেকে প্রায় ২০ বছরের ছোট হলেও বন্ধুর মতো সম্পর্ক৷ এরপর মুম্বইয়ের কাজ ছেড়ে সীতারামপুর চলে আসেন শাহিদ৷ তবে বন্ধুত্ব আর যোগাযোগ থেকেই যায়৷ শাহিদ বলেন, ‘‘সুরেন্দ্র আমার স্ত্রীকে বেটি বলে ডাকত৷ মুম্বই ছেড়ে সুরেন্দ্র পুণেতে কাজ করার সময় ছুটিতে আমার বাড়ি আসত৷ উনি একা ছিলেন৷ আত্মীয় পরিজন কেউ নেই৷ মাস সাতেক আগে খবর পাই সুরেন্দ্র অসুস্থ৷ তারপর জানতে পারি সে ক্যানসার আক্রান্ত৷ ওরাল ক্যানসার হয়েছিল ওঁর৷ যখন চিকিৎসা করাই ডাক্তাররা বলেন দেড় মাস আর বাঁচবেন৷ তাই বন্ধুকে একা না ফেলে আমি সঙ্গে করে বাড়িতে নিয়ে আসি৷ তাঁকে দুর্গাপুর, কলকাতা ও বেঙ্গালুরুতেও চিকিৎসার জন্য নিয়ে যাই৷ এইভাবেই সাতমাস ধরে তাঁকে সেবা করি৷’’

[আরও পড়ুন: পারিবারিক বিবাদে ৭ বছরের শিশুকে অপহরণ করে খুন, গ্রেপ্তার প্রতিবেশী]

শাহিদের স্ত্রী সুরেন্দ্রকে নিরামিষ রান্না করে দিত৷ আলাদা ঘরের ব্যবস্থাও করেছিলেন৷ যে ঘরে সাইবাবা, বজরংবলীর ছবি রয়েছে৷ সুরেন্দ্রকে তাঁর ধর্মীয় সম্মান দিয়েই রেখেছিলেন শাহিদের পরিবার৷ সুরেন্দ্র আগরওয়ালের মৃত্যুর পর হিন্দু রীতি মেনে তুলসি পাতা, চন্দন, ফুল দিয়ে সাজানো হয় দেহ৷ নিজের কাঁধে শাহিদ শব নিয়ে রামনাম করতে করতে তাঁকে বিদায়গড় শ্মশানে নিয়ে যান৷ চোখের জলে বন্ধুর অন্তিম সংস্কার করেন৷

আসানসোল শহরের প্রবেশপথে লেখা রয়েছে ভ্রাতৃত্বের বার্তা৷ সেই এলাকাতেই এমন ঘটনা ওই বার্তারই বাস্তব প্রতিফলনও বলছেন অনেকেই৷ 

দেখুন ভিডিও:

The post কাঁধে হিন্দু বন্ধুর দেহ, মুখে রামনাম করতে করতে শ্মশানের পথে শাহিদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement