shono
Advertisement

দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা? নিজের বন্দুকের গুলিতে পুলিশকর্মী জখম হওয়ার ঘটনায় ধন্দ

স্বরূপের সহকর্মী এবং পরিজনদের সঙ্গে কথা বলছে পুলিশ। The post দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা? নিজের বন্দুকের গুলিতে পুলিশকর্মী জখম হওয়ার ঘটনায় ধন্দ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:57 PM Feb 13, 2020Updated: 01:03 PM Feb 13, 2020

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: নিজের বন্দুকের গুলিতেই গুরুতর জখম এক পুলিশকর্মী। জখম স্বরূপ লায়েক নামে ওই পুলিশকর্মী পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের ম্যাগাজিনে ডিউটি করেন। স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বুধবার রাতে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের ম্যাগাজিনে ডিউটি করছিলেন স্বরূপ লায়েক নামে ওই পুলিশকর্মী। আচমকাই গুলির শব্দে হতচকিত হয়ে যান প্রায় প্রত্যেকেই। দৌড়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্বরূপ। উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে স্বরূপের। আপাতত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই পুলিশকর্মী। তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেও জানান চিকিৎসকরা।

[আরও পড়ুন: ‘বাঁচাও, বাঁচাও’, জায়ের অত্যাচার থেকে রক্ষা পেতে জ্বলন্ত অবস্থায় দৌড় গৃহবধূর]

অনেকের দাবি, অসাবধানতায় বন্দুক থেকে গুলি ছিটকে ওই পুলিশকর্মীর চোট লাগে। যদিও পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্বরূপ, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে কথা বলা হতে পারে তাঁর পরিজনদের সঙ্গেও। স্বরূপের সহকর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

The post দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা? নিজের বন্দুকের গুলিতে পুলিশকর্মী জখম হওয়ার ঘটনায় ধন্দ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement