সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট তিনি। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের মেকআপেই ঘটে গেল বিভ্রাট! ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় দেখা গেল, ট্রাম্পের হাতের একটা বড়সড় অংশ একেবারে ফ্যাটফেটে সাদা হয়ে রয়েছে। সেই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, ট্রাম্পের মেকআপ কি ঠিকঠাক হয়নি? আবার কেউ বা মনে করছেন, এভাবে অতিরিক্ত মেকআপ করে কি অসুস্থতা লুকাতে চাইছেন ট্রাম্প?
গত ৩ বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ থামাতে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। তবে এখনও সে পথে খুব একটা আশার আলো দেখতে পাননি তিনি। যদিও হাল ছাড়তে নারাজ ট্রাম্প। রবিবার ফের তিনি বৈঠকে বসেন জেলেনস্কির সঙ্গে। ট্রাম্পের মার-এ-লাগোর বাড়িতে সেই সাক্ষাতের আগে হাসিমুখে ছবি তোলেন দুই রাষ্ট্রনেতা। সেই ছবিতেই দেখা যায়, ট্রাম্পের ডান হাতে অস্বাভাবিক পরিমাণে মেকআপ করা হয়েছে। যার ফলে অতিরিক্ত সাদা হয়ে গিয়েছে তাঁর হাত।
সেই ছবি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয় ট্রাম্পকে নিয়ে গুঞ্জন। কেউ বলছেন, ট্রাম্প অতিমানব। সেকারণেই তাঁর হাতের রঙ অমন সাদা হয়ে গিয়েছে। আবার কারোওর মতে, ৭৯ বছর বয়সি ট্রাম্প কোনও গুরুতর অসুখে ভুগছেন। সেটা ধামাচাপা দিতেই এভাবে মেকআপ করছেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ট্রাম্পের ডান হাতে কালশিটে দেখা গিয়েছিল। মেকআপ করে ঢেকে রাখা সত্ত্বেও কালশিটের দাগ লুকোয়নি। পরে হাতের ওই অংশে ব্যান্ডেজও করা হয়। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পকে বিভিন্ন মানুষের সঙ্গে করমর্দন করতে হয়। সারা দিনে এত মানুষের সঙ্গে হাত মেলানোর কারণেই ডান হাতে কালশিটে পড়ে গিয়েছে। সেই কারণেই ব্যান্ডেজ লাগানো হয়েছে। মুখপাত্রের সংযোজন, “ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত অ্যাসপিরিন খেতে হয়। ওই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এই ভাবে কালশিটে পড়তে পারে। যদিও নেটিজেনদের অনেকেই মনে করছেন, ট্রাম্প আসলে গুরুতর অসুস্থ।
