shono
Advertisement

Breaking News

Bhadreshwar Gold Cup

ঘোষণা হল ‘ভদ্রেশ্বর গোল্ড কাপে’র ক্রীড়াসূচি, প্রতিযোগিতায় কবে নামবে মোহনবাগান?

৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা।
Published By: Prasenjit DuttaPosted: 11:03 AM Dec 29, 2025Updated: 11:04 AM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই আয়োজিত হবে দ্বিতীয় 'ভদ্রেশ্বর গোল্ড কাপ'। বর্ধমানের ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। সেই উপলক্ষে রবিবার বিকেলে স্পন্দন স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রকাশিত হল ম্যাচের নির্ঘণ্ট।

Advertisement

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবি, রিয়েল বুল কোচিং সেন্টারের সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায় এবং ভদ্রেশ্বর গোল্ড কাপের তরফে পার্থ নন্দী, পলাশ নন্দী, দেবাশিস নন্দীরা। আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্টে খেলবে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, চার্চিল ব্রাদার্স, কালীঘাট মিলন সংঘের মতো ক্লাব। ম্যাচগুলি হবে নকআউট পর্যায়ে। প্রথম দিন মহামেডান খেলবে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। পরের দিন, অর্থাৎ ৬ জানুয়ারি রয়েছে রেলওয়ে এফসি ও কালীঘাট মিলন সংঘের ম্যাচ।

৭ তারিখ কম্প্রোটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার প্রতিপক্ষ ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওড়িশা। ৮ জানুয়ারি রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হবে মোহনবাগান ও চার্চিল ব্রাদার্স। ৯ ও ১০ জানুয়ারি রয়েছে সেমিফাইনাল। ১২ তারিখ ফাইনাল। দুপুর ২টো থেকে শুরু হবে খেলা। প্রতিযোগিতার উদ্বোধন করার কথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবং বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য কীর্তি আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আইএফএ'র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত। উল্লেখ্য, সম্প্রতি এই প্রতিযোগিতার ম্যাসকট উন্মোচিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মহিলা ফুটবলারেরা।

আসন্ন প্রতিযোগিতায় প্রতিযোগিতায় আইএসএল এবং সন্তোষ ট্রফি দলের ফুটবলারা খেলবেন। বাঙালি ফুটবলাররা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন। রহিম নবি বলেন, "ফুটবল নিয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন। পরিকল্পনারও অভাব রয়েছে। ছেলেরা মাঠমুখী হচ্ছে না। মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। অথচ ফুটবল নিয়ে উন্মাদনা রয়েছে। মেসিকে সবাই চেনে। কিন্তু সে দেশের প্রেসিডেন্টকে কেউ চেনে না। আসলে ফুটবলের জনপ্রিয়তা দেশের পরিচয় তৈরি করে দেয়। তাই ফুটবলার তুলে আনতে নির্দিষ্ট পরিকল্পনা দরকার। স্কুলস্তর থেকে যোগ দিতে হবে। ১৫ বছরের পরিকল্পনা করে এগোতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের শুরুতেই আয়োজিত হবে দ্বিতীয় 'ভদ্রেশ্বর গোল্ড কাপ'।
  • বর্ধমানের ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা।
  • সেই উপলক্ষে রবিবার বিকেলে স্পন্দন স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
Advertisement