shono
Advertisement

রক্ষকই ভক্ষক! রাতের ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগে ধৃত আরপিএফ কর্মী

অভিযুক্ত আরপিএফ কর্মীকে শুক্রবার তোলা হবে শিয়ালদহ আদালতে৷ The post রক্ষকই ভক্ষক! রাতের ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগে ধৃত আরপিএফ কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:00 PM Sep 06, 2019Updated: 03:18 PM Sep 06, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের রাতের ট্রেনে মহিলার শ্লীলতাহানি৷ আর এবার অভিযোগের তির এক আরপিএফ কর্মীর বিরুদ্ধে৷ অর্থাৎ রক্ষকই এবার হয়ে উঠল ভক্ষক! এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়াল সোনারপুর স্টেশনে৷ অভিযুক্ত আরপিএফ কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে রেল পুলিশ৷ ধৃতের নাম সমরেশ মণ্ডল। শুক্রবার তাকে তোলা হবে শিয়ালদহ আদালতে৷

Advertisement

[ আরও পড়ুন: ঔদ্ধত্য দেখাচ্ছেন মহুয়া! মুখ্যমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ বিধায়কের ]

জানা গিয়েছে, স্বামী অভি রায়ের সঙ্গে গড়িয়াতে বাস করেন অভিযোগকারী মহিলা৷ বাংলা সিরিয়ালে কাজ করেন তিনি৷ সেই কাজের সূত্রেই নামখানায় গিয়েছিলেন৷ পুলিশকে দেওয়া বয়ানে ওই মহিলা জানিয়েছেন, কাজ সেরে বৃহস্পতিবার রাতে শেষ নামখানা লোকালে ওঠেন তিনি৷ মহিলা কামরা তখন ফাঁকাই ছিল৷ কেবল একজন আরপিএফ কর্মী তাতে বসেছিলেন৷ আর ট্রেন নামখানা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর থেকেই ওই আরপিএফ কর্মী তাঁকে উত্যক্ত করতে থাকে৷ তাঁর উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে৷ কুপ্রস্তাব দিতে থাকে তাকে৷ শেষে মহিলার শ্লীলতাহানিরও চেষ্টা করে ওই আরপিএফ কর্মী৷ এ সবের মাঝেই স্বামীকে ফোন করে শোচনীয় অবস্থার কথা জানান মহিলা৷

[ আরও পড়ুন: মোবাইল ছিনতাইকারীদের বাধা দিয়ে গুলিবিদ্ধ যুবক, পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি ]

অভিযোগকারী মহিলার স্বামী অভি রায় জানিয়েছেন, স্ত্রীর ফোন পেয়েই সোনারপুর স্টেশনে পৌঁছে যান তিনি৷ মহিলা কামরা থেকে অভিযুক্ত আরপিএফ কর্মীকে পাকড়াও করেন৷ এরপর তাকে রেল পুলিশের হাতে তুলে দেন৷ সূত্রের খবর, শুক্রবার সকালে অভিযুক্তকে তোলা হবে শিয়ালদহ আদালতে৷ উল্লেখ্য, চলতি সপ্তাহেই চলন্ত ট্রেনে দুষ্কৃতী তাণ্ডবের শিকার হন হাওড়ার ইছাপুরের বাসিন্দা এবং পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক পদে কর্মরত সংযুক্তা পাল। মোবাইল কেড়ে নিয়ে তাঁকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে এক দুষ্কৃতীর বিরুদ্ধে৷ প্রাণে বাঁচলেও, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ায় মাথা ফেটে যায় তাঁর।

The post রক্ষকই ভক্ষক! রাতের ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগে ধৃত আরপিএফ কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার