shono
Advertisement

ভুয়ো প্রোফাইল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট, গ্রেপ্তার কলেজছাত্র

অপরিচিত কারও সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ না করার পরামর্শ পুলিশ সুপারের। The post ভুয়ো প্রোফাইল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট, গ্রেপ্তার কলেজছাত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 06:05 PM Mar 02, 2020Updated: 07:39 PM Mar 02, 2020

রাজা দাস, বালুরঘাট: যুবতীর নামে ভুয়ো প্রোফাইল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি ও লেখা পোষ্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুরের সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত ছাত্র অর্ণব দেশমুখ গুজরাটের সুরাটের বাসিন্দা। সোমবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Advertisement

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার এক ছাত্রীর সাথে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় সুরাটের বাসিন্দা অর্ণব দেশমুখ নামে ওই যুবকের। মুখোমুখি দেখা না হলেও সেই সম্পর্ক এগিয়েছিল অনেকটাই। পরবর্তীতে দু’জনের কথাবার্তা বন্ধ হয়ে যায়। এরপর ওই ছাত্রীর নামে যুবক সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলে। অভিযোগ, প্রোফাইলে যৌন আবেদনমূলক স্ট্যাটাস ও নগ্ন ছবি আপলোড করা হয়। বিষয়টি নজরে আসতেই ছাত্রীটি জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান গত আগষ্টে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে গুজরাটের সুরাট থেকে ওই কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: সম্প্রীতির নজির, দিল্লির অশান্তির প্রতিবাদে হিন্দুদের সঙ্গে আগাম বসন্ত উৎসবে মাতলেন মুসলিমরাও]

সোমবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে সাতদিন হেফাজতের জন্য আবেদন করা হয়। বিচারক ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “সোশ্যাল মিডিয়া বা সাইবার ক্রাইমের ঘটনাগুলি উদ্ধার করতে অনেক প্রক্রিয়া মানতে হয়। সে কারণে অভিযোগটি মাসকয়েক আগে হওয়া স্বত্বেও অভিযুক্তকে চিহ্নিত করার পাশাপাশি ঠিকানা উদ্ধার করতে কিছুটা সময় লাগে। দিনসাতেক আগে জেলা পুলিশের একটি বিশেষ দলকে সুরাটে পাঠানো হয়। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ সুপারের আবেদন, সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ব্যক্তির সঙ্গে আলাপ না করাই ভাল। অযথা ঘনিষ্ঠতা বিপদ ডেকে আনতে পারে।

The post ভুয়ো প্রোফাইল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট, গ্রেপ্তার কলেজছাত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement