সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন কাটা পড়ে মৃত্যু নিশ্চিত ছিল মহিলার, কিন্তু শেষ মুহূর্তে 'ঈশ্বরের দূত' হয়ে প্লাটফর্মে ঝাঁপিয়ে পড়েন এক রেলকর্মী। তাতেই এ যাত্রায় প্রাণে বাঁচলেন ওই যাত্রী। তামিলনাড়ুর তামবারাম রেল স্টেশনের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। রেলকর্মীকে প্রশংসায় ভরাচ্ছেন নেটিজেনরা।
দুর্ঘনার ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছে দক্ষিণ (সাউদার্ন) রেলওয়ে। এক্স হ্যান্ডেলের পোস্টে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে রেলের কর্মী টিকিট চেকার নীতীশ কুমারকে। তিনিই নিজের জীবনের ঝুঁকি নিয়েও প্রাণ বাঁচান মাঝ বয়সি মহিলা যাত্রীকে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তামবারাম স্টেশনে ছেড়ে যাচ্ছে একটি ট্রেন। বেশ কয়েক জন যাত্রীকে দেখা যায়, চলন্ত ট্রেনে লাফিয়ে উঠছেন। এক মহিলাও ওই ভাবে ওঠার চেষ্টা করেন। কিন্তু শরীরের ভারসাম্য রাখতে পারেননি তিনি। পা পিছলে পড়ে যান তিনি। যদিও ট্রেনের হ্যান্ডেল ছাড়েননি। এই অবস্থায় প্রায় ট্রেনের তলায় ঢুকে যাচ্ছিলেন।
এই দৃশ্য দেখামাত্র যাত্রীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন প্লাটফর্মে উপস্থিত টিকিট চেকার নীতীশ কুমার। তিনি ট্রেনর গতির বিরুদ্ধে প্লাটফর্মে শুয়ে পড়ে মহিলাকে বাঁচান। তাঁকে টেনে তোলেন প্লাটফর্মের উপরে। পিছন পিছন আরও কয়েক জন রেলকর্মী সাহায্য করেন নীতীশ এবং দুর্ঘটনাগ্রস্ত ওই যাত্রীকে। এই অবস্থায় ট্রেনটিও দাঁড়িয়ে পড়ে। সকলেই অক্ষত আছেন বলেই জানা গিয়েছে।
সোশাল মিডিয়ার পোস্টে দক্ষিণ রেলের তরফে বলা হয়েছে, রেলকর্মীর উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার কারণে দুর্ঘটনা এড়ানো গিয়েছে। নীতীশের এই কাজ একজন রেলকর্মীর কর্তব্যপরয়াণতা এবং নিষ্ঠার উদাহরণ। নেটিজেনরাও প্রশংসায় ভরাচ্ছেন নীতীশকে। তবে চলন্ত ট্রেন ওঠা নিয়ে অনেকে মহিলাকে দুষছেন, সতর্ক হতে বলেছেন।
