shono
Advertisement

অঙ্ক দিয়ে বাজিমাত, প্রতিযোগিতায় জট খুলে জাতীয় পুরস্কার বঙ্গতনয়ের

জটিল অংক সমাধান করেই এগোতে চায় কৃতী ছাত্র৷ The post অঙ্ক দিয়ে বাজিমাত, প্রতিযোগিতায় জট খুলে জাতীয় পুরস্কার বঙ্গতনয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:35 PM Mar 24, 2019Updated: 09:12 AM Mar 25, 2019

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: অঙ্কের প্রতি ভালবাসা আর তা নিয়ে মুন্সিয়ানার স্বীকৃতি৷ ন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে এরাজ্য থেকে মাত্র একজনই জিতলেন জাতীয় পুরস্কার৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছাত্র অর্ক কর্মকার৷ বরাবরের মেধাবী ছাত্র অর্কর অংকের প্রতি গভীর ঝোঁক ছোটবেলা থেকেই৷ জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় গত ৬ মাস ধরে লাগাতার মনপ্রাণ দিয়ে বিষয়টি নিয়ে একাগ্রতার সঙ্গে কাজ করেছে দ্বাদশ শ্রেণির ছাত্রটি৷ আর তারই স্বীকৃতি হিসেবে দেশের মধ্যে ৮ জনের তালিকায় নাম উঠেছে অর্ক কর্মকারের৷ এমন কঠিন প্রতিযোগিতায় এত বড় সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত অর্ক৷ কিন্তু স্বভাবশান্ত ছেলেটি উচ্ছ্বাসের বেশি প্রকাশ ঘটায়নি৷ জাতীয় প্রতিযোগিতা মিটিয়ে এবার সে মনোনিবেশ করেছে উচ্চমাধ্যমিকে৷

Advertisement

                                                      [ আরও পড়ুন: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়া, ভোটের আগে ফের খুন তৃণমূল কর্মী]

দাসপুরের গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র অর্ক কর্মকার৷ গণিত বিষয়টার প্রতি তার বরাবরের ঝোঁক৷ একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে অংকের জটিল সমস্যা সমাধান করেই সে সবচেয়ে বেশি আনন্দ পেত৷ দ্বাদশ শ্রেণিতে ওঠার পর সুযোগ আসে ম্যাথস অলিম্পিয়াডে অংশ নেওয়ার৷ হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশনের তরফে জাতীয় স্তরে বিজ্ঞানের বিষয় নিয়ে প্রতিযোগিতা বহু বছরের৷ উচ্চমাধ্যমিক স্তরে না যাওয়া পর্যন্ত তাতে অংশ নেওয়া যায় না৷ দ্বাদশ শ্রেণিতে উঠে যখন বন্ধুরা জয়েন্ট এন্ট্রান্সের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে, তখন অর্ক বেছে নিয়েছিল অন্য কিছু৷ সর্বভারতীয় অংকের প্রতিযোগিতায় নিজের নাম লেখায় সে৷ ৩ ধাপের এই প্রতিযোগিতা সম্পূর্ণ হতে প্রায় ৬ মাস সময় লাগে৷ তা জেনেও পিছপা হয়নি অর্ক৷ ৬ মাসের সেই কঠিন ধাপ পেরিয়েছে দেশের মাত্র ৮ জন ছাত্র, যার মধ্যে অর্ক একজন৷ এবং পশ্চিমবঙ্গ থেকে একা অর্কই সর্বভারতীয় শিরোপা পেলেন৷ বাকিদের মধ্যে রয়েছে কেরলের ১ এক জন, মধ্যপ্রদেশের ১ জন, পাঞ্জাবের ১ জন, রাজস্থানের ১ জন এবং তেলেঙ্গানার ৩ জন৷ ম্যাথমেটিক্যাল ন্যাশনাল অলিম্পিয়াডের বিজেতারা এই আট ছাত্র দেশের তিনটি শীর্ষ বিজ্ঞান প্রতিষ্ঠানে সরাসরি ভরতি হওয়ার সুযোগ পাবে৷ দ্বাদশ শ্রেণির পর সিএমআই বা চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, বেঙ্গালুরু – এই তিনটি কলেজের মধ্যে নিজেদের পছন্দমতো যে কোনও জায়গার মধ্যে দিয়ে নিজেদের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবে৷এছাড়া সরকারি খরচে দেশের সেরা বিজ্ঞানীদের সান্নিধ্যে এপ্রিল মাসে হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স-এ এক মাসের জন্য ক্যাম্প করার সুযোগও পাবে কৃতী ৮ জন৷

আরও পড়ুন: ফেসবুকে বিক্ষোভ, টিকিট না পেয়ে জবাবদিহি চাইলেন বর্ধমানের বিজেপি নেতা]

বাংলার কৃতী অর্ক অবশ্য এখনও নিজের কেরিয়ার নিয়ে নির্দিষ্টভাবে কিছু ঠিক করে উঠতে পারেনি৷ তবে উচ্চমাধ্যমিকের পর গণিত নিয়েই পড়াশোনা করবে, তা নিশ্চিত৷ অর্কর বাবা কাজলকান্তি কর্মকার পেশায় সাংবাদিক৷ মা তৃপ্তিদেবীও সম্পাদনার কাজে যুক্ত৷ পরিবারের অন্যান্য বড়রা সকলেই হয় চিকিৎসক, নয়তো শিক্ষক৷ ফলে বাড়িতে শিক্ষার পরিবেশই অর্কর অনুপ্রেরণা৷ আপাতত উচ্চমাধ্যমিক পরীক্ষায় মনোনিবেশ করছে সে৷ তারপর গণিতের বিশাল জগৎ তো রয়েইছে৷ অঙ্কের জটিল ধাঁধা সমাধানের পথেই সে হাঁটবে বলে ঠিক করে রেখেছে৷

ছবি: সুকান্ত চট্টোপাধ্যায়

The post অঙ্ক দিয়ে বাজিমাত, প্রতিযোগিতায় জট খুলে জাতীয় পুরস্কার বঙ্গতনয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement