বাবুল হক, মালদহ: জনবহুল এলাকায় তৃণমূল নেতার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুনের চেষ্টা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের গাজোলে। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল নেতা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি৷ তাঁর মাথার চোট বেশ গুরুতর বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে চড়ে ছিনতাইয়ের ছক, গাড়ি খারাপ হওয়ায় হাতেনাতে ধৃত গ্যাং]
গাজোল ব্লক তৃণমূল সহ-সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি পদে রয়েছেন অরবিন্দ ঘোষ৷ চুয়ান্ন বছর বয়সি অরবিন্দ গাজোলের বিবেকানন্দ পল্লি এলাকার বাসিন্দা। ওই তৃণমূল নেতার একটি মিষ্টির দোকানও রয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজোল হাটে গিয়েছিলেন ওই তৃণমূল নেতা৷ অভিযোগ, সেই সময় এক যুবক হাতুড়ি দিয়ে পিছন দিক থেকে ওই তৃণমূল নেতার উপর হামলা চালায়৷ বেশ কয়েকবার হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তৃণমূল নেতার মাথায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অরবিন্দবাবু। তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে৷ হামলাকারী পালিয়ে যায়।
[আরও পড়ুন: হাতকড়া পরিয়ে ট্রেনে এবিভিপি সদস্যকে নিয়ে গেল পুলিশ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ]
রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে স্থানীয়রা উদ্ধার করেন৷ তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। তৃণমূল নেতা আক্রান্ত হওয়ার খবর শুনেই জেলার নেতারাও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। এই ঘটনায় গাজোল থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও হামলাকারীকে চিহ্নিত করতে পারেননি ওই তৃণমূল নেতা। তবে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে৷
The post ভরা বাজারে তৃণমূল নেতার মাথায় হাতুড়ির ঘা, খুনের চেষ্টায় ধৃত অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
