বিক্রম রায়, কোচবিহার: নির্বাচনের আগে থেকে ফের অস্ত্র-সহ ধৃত ১ যুবক। এবার ঘটনাস্থল কোচবিহারের হরিণচওড়া। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি সেভেন পয়েন্ট সিক্স এমএম পিস্তল। জানা গিয়েছে, ধৃত যুবক কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ। বিষয়টি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে জল্পনা।
[শিলিগুড়ির কাছে চলন্ত ট্রেনে আগুন, মৃত্যু দুই যাত্রীর]
নির্বাচনের দিন ঘোষণার পর থেকে অশান্তির রুখতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ।প্রতিটি জেলার সীমান্তেও শুরু হয়েছে নাকা চেকিং। একই ছবি উত্তরবঙ্গের জেলাগুলোতে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের কোতয়ালি থানা এলাকার হরিণচওড়া রেলগুমটিতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই সন্দেহভাজন ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের থেকে উদ্ধার হয়েছে দুটি ৭.৬ এমএম পিস্তল। মিলেছে গুলিও। সূত্রের খবর, ওই রেলগুমটির ওই ঘরে অস্ত্র মজুত রাখত ওই যুবক।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আশরাফুল আলি (৩২)। অভিযুক্ত যুবক কোচবিহারের ভোজনডাঙার বাসিন্দা। সূত্রের খবর, যুব তৃণমূলের সক্রিয় কর্মী অভিযুক্ত আশরাফুল। জানা গিয়েছে, একটা সময় কোচবিহারের বিতর্কিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অভিযুক্ত যুবক। যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। অন্যদিকে, যুব তৃণমূলের তরফে জানানো হয়েছে, “আগে দলের সঙ্গে যুক্ত ছিলেন ওই আশরাফুল। তবে বর্তমানে দল ও দলের কোনও সদস্যের সঙ্গে অভিযুক্তের কোনও যোগাযোগ নেই।”
[ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে টুইটারে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বী দেবের]
স্থানীয়দের দাবি, এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ওই যুবক। বরাবরই দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকত আশরাফুল। এলাকার মধ্যেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াত সে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই অস্ত্র কারবারের সঙ্গে জড়িত অন্যান্যদের হদিশ মিলবে বলে আশাবাদী তদন্তকারী আধিকারিকেরা।
The post আগ্নেয়াস্ত্র-সহ ধৃত কোচবিহারের বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠ appeared first on Sangbad Pratidin.
