shono
Advertisement

পরিচারিকাকে নিয়ে পালিয়ে জেলে, মুক্ত হওয়ার পরই গণপিটুনিতে খুন ব্যক্তি

পরিচারিকার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের। The post পরিচারিকাকে নিয়ে পালিয়ে জেলে, মুক্ত হওয়ার পরই গণপিটুনিতে খুন ব্যক্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:46 PM Aug 20, 2019Updated: 03:47 PM Aug 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির৷ পরিচারিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়৷ মঙ্গলবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ মালদহের শর্বরীগ্রামের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তি লিখে দিতে নারাজ, বাবাকে খুনে অভিযুক্ত ছেলে]

ভূপাল প্রামাণিক নামে ওই ব্যক্তির বাড়িতে এক তরুণী পরিচারিকার কাজ করতেন৷ তাঁর সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ভূপাল৷ মাসছয়েক আগে তরুণীকে নিয়ে পালিয়ে যান তিনি৷ গৃহকর্তার বিরুদ্ধে পরিচারিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করে তরুণীর পরিবার৷ মালদহ থানায় অভিযোগও দায়ের করেন তাঁর পরিজনরা৷ এলাকায় তরুণীকে নিয়ে ফিরে আসার পর পুলিশ ভূপালকে গ্রেপ্তার করে৷ জেল হেফাজত থেকে জামিনে মুক্তি পেয়ে সোমবারই বাড়ি ফেরেন তিনি৷

[আরও পড়ুন: কাটমানি ফেরত চাওয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূ! কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য]

অভিযোগ, এরপরই সোমবার পরিচারিকার পরিজনেরা তাঁর বাড়িতে হামলা চালায়৷ ওই ব্যক্তির কাছ থেকে জরিমানা হিসাবে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। বিশাল অঙ্কের টাকা দিতে অস্বীকার করেন ভূপাল। আর তারপরই তাঁর উপর চড়াও হন পরিচারিকার পরিজনেরা৷ ভূপালকে ঘিরে ধরে শুরু হয় গণধোলাই। স্থানীয়রাই ছুটে এসে ভূপাল প্রামাণিককে উদ্ধার করেন৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিচারিকার পরিবারের বিরুদ্ধে মালদহ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। তবে এই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷

The post পরিচারিকাকে নিয়ে পালিয়ে জেলে, মুক্ত হওয়ার পরই গণপিটুনিতে খুন ব্যক্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement