shono
Advertisement

Breaking News

Bangaon

নেশাই কাল! মদের আসরে বচসার মাঝে ভাইয়ের হাতে 'খুন' দাদা

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 02:37 PM Nov 04, 2024Updated: 02:59 PM Nov 04, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নেশাই কাল! একসঙ্গে বসে মদ্যপানের সময় কথা কাটাকাটি থেকে ভয়ংকর কাণ্ড। ভাইয়ের হাতে খুন দাদা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম অংশুমান ঢালি। গাইঘাটা থানার ঠাকুরনগরের কেষ্টনগরের বাসিন্দা তিনি। কর্মসূত্রে বিদেশে থাকতেন তিনি। স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকে ঠাকুরনগরের বাড়িতে দুই সন্তানকে নিয়ে ভাইদের সঙ্গে থাকতেন অংশুমান। সূত্রের খবর, অংশুমান ও তাঁর ছোটভাই অমৃত দুজনই দিনভর মদ্যপান করতেন। রবিবার রাতেও তাঁরা একসঙ্গে মদ্যপান করছিলেন। অভিযোগ, সেই সময় শুরু হয় অশান্তি। তার জেরেই নেশার ঘোরে দাদার মাথায় আঘাত করে ভাই অমৃত। ঘটনাস্থলেই মৃত্যু হয় অংশুমানের।

রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে অমৃত। সকালে উঠে যুবক দেখে পড়ে রয়েছে দাদার নিথর দেহ। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেড়ে কান্নায় ভেঙে পড়ে যুবক। সে নিজেই এলাকার বাসিন্দাদের জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতের প্রতিবেশীদের দাবি, স্রেফ নেশার কারণেই এই ভয়ংকর কাণ্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেশাই কাল! একসঙ্গে বসে মদ্যপানের সময় কথা কাটাকাটি থেকে ভয়ংকর কাণ্ড। ভাইয়ের হাতে খুন দাদা।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায়।
  • ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Advertisement