shono
Advertisement
Murshidabad

সাংবাদিক পরিচয়ে জাল নোটের কারবার! নকল ২ লক্ষ টাকা-সহ পুলিশের জালে মুর্শিদাবাদের যুবক

ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 08:13 PM Jan 16, 2025Updated: 08:13 PM Jan 16, 2025

শাহাজাদ হোসেন, ফরাক্কা: সাংবাদিক পরিচয়ে জাল নোটের কারবারের অভিযোগ। পুলিশের জালে গুণধর। তাঁর কাছে মিলেছে ২ লক্ষ টাকার জাল নোট। বৃহস্পতিবার বিকেলে ধুলিয়ান কলাবাগান গঙ্গার ঘাট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস। বয়স ৩১ বছর। মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল এলাকার বাসিন্দা ওই যুবক। সামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবক পিঠে ব্যাগ নিয়ে ধুলিয়ানে এসেছিল। পরিকল্পনা ছিল ধুলিয়ানে গঙ্গার ঘাট পেরিয়ে মালদহ হয়ে জালনোট গুলো অন্যত্র পাচারের। যুবকের গতিবিধিতে সন্দেহ হয় পুলিশের। চেপে ধরে বিশ্বজিৎ বিশ্বাসের ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় ২ লক্ষ টাকার জাল নোট। সবগুলোই পাঁচশো টাকার নোট।

জানা গিয়েছে, ধৃত বিশ্বজিৎ বিশ্বাস পুলিশের কাছে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। প্রেস কার্ডও দেখায়। জানায়, তাঁর একটি নিউজ পোর্টাল আছে। ধৃত যুবক কতদিন ধরে জালনোট কারবারের সঙ্গে যুক্ত, এর সঙ্গে জড়িত আর কে বা কারা, তাও জানার চেষ্টায় পুলিশ। আগামিকাল শুক্রবারই ধৃতকে তোলা হবে আদালতে। ধৃতের সঙ্গে থাকা নকল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাংবাদিক পরিচয়ে জাল নোটের কারবারের অভিযোগ। পুলিশের জালে গুণধর।
  • তাঁর কাছে মিলেছে ২ লক্ষ টাকার জাল নোট।
  • বৃহস্পতিবার বিকেলে ধুলিয়ান কলাবাগান গঙ্গার ঘাট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
Advertisement