দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে। আক্রান্তের ভাই প্রতিবাদ করতেই ভয়ংকর কাণ্ড। শ্যালকের কানে কামড় বসালেন গুণধর জামাইবাবু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোনারপুরের আনন্দপল্লির মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন। স্ত্রী সুস্মিতাকে নিয়ে থাকতেন তিনি। পাশেই থাকতেন সুস্মিতার ভাই রাজা। অভিযোগ, নিয়মিত মদ্যপান করতেন অভিযুক্ত যুবক। মদ্যপ অবস্থায় নিত্য স্ত্রীর উপর অত্যাচার করত সৌরভ। একাধিকবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। শুক্রবার রাতে অশান্তি চরমে ওঠে। স্ত্রীকে সৌরভ বেধড়ক মারধর করে বলে অভিযোগ। দিদির কান্নার আওয়াজ পেয়ে ছুটে যান রাজা।
অভিযোগ, এরপর সৌরভের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রাজা। একপর্যায়ে রাগে শ্যালকের কানে কামড় বসায় সৌরভ। এখানেই শেষ নয়, তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। রাতেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও বেপাত্তা অভিযুক্ত। অভিযুক্ত সৌরভের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্তের পরিবারের সদস্যরা।