shono
Advertisement

৬ বছরের সম্পর্কে আচমকাই বিচ্ছেদ, প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসে গ্রেপ্তার যুবক

প্রেমিকের দুই বন্ধুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। The post ৬ বছরের সম্পর্কে আচমকাই বিচ্ছেদ, প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসে গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:18 PM Oct 24, 2019Updated: 09:46 AM Oct 25, 2019

রাজ কুমার, আলিপুরদুয়ার: প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসে গ্রেপ্তার এক যুবক। তাকে সঙ্গ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রেমিকের আরও দুই বন্ধুও। ধৃত তিনজনকেই এদিন আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালত থেকে জামিন পায় প্রেমিক। তবে প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি দুই যুবকের জামিন মেলেনি।

Advertisement

ধ্রুব রায় নামে বছর তেইশের ওই যুবক আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকের দক্ষিণ কামসিংগ্রামের বাসিন্দা। দক্ষিণ কামসিং গ্রামের কাছেই উত্তর সোনাপুর গ্রামে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসে সে। বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতে শুরু করে। প্রেমিকার বাড়ির সামনে ধরনায় ধ্রুবকে মদত দেয় তার বন্ধুবান্ধবরা। প্রেমিক ধ্রুব রায় বলে, “আমার প্রেমিকা কুড়ি বছর বয়সি। দু’বছর আগে আমরা মথুরা মন্দিরে গিয়ে বিয়েও সেরে নিয়েছিলাম। দীর্ঘ ছ’বছর ধরে আমাদের সম্পর্ক। কলেজে আমার সঙ্গে কথা কাটাকাটি হওয়াতে সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দেয়। আর তারপর থেকেই আমি ধরনায় বসেছিলাম।”

সন্ধের পর সোনাপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান প্রেমিকার বাড়ির লোকেরা। সেই অভিযোগের ভিত্তিতে রাতে পুলিশ ধরনায় বসে থাকা প্রেমিককে গ্রেপ্তার করে। এদিকে ধ্রুবকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানায় নিয়ে আসার সময় বাবুরহাট এলাকায় পথ অবরোধ করে তার বন্ধুরা। পুলিশ সেই অবরোধ তুলে দেয়। অবরোধে মদত দেওয়ার অভিযোগে দিলীপ রায় ও উজ্জ্বল বর্মন নামে দুই বন্ধুকে গ্রেপ্তার করে। ধৃত তিনজনকেই বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। দিলীপকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেনাবাহিনীতে চাকুরিরত উজ্জ্বলকে শুক্রবার ফের আদালতে তোলা হবে।

[আরও পড়ুন: ‘জুয়া-সাট্টা ঠেকের মালিক বাবা’, নিমতাকাণ্ডে ধৃত প্রিন্সের বয়ানে নয়া মোড়]

সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি মিংপা শেরপা বলেন, “কারও বাড়ির সামনে গিয়ে এভাবে ধরনায় বসা বেআইনি। মেয়েটির পরিবারের পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ পাই। সেই অভিযোগের ভিত্তিতে আমরা ধরনায় বসা ছেলেটিকে গ্রেপ্তার করি। রাস্তা অবরোধের অভিযোগে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবরোধের সময় সরকারি গাড়িতে ঢিল ছোঁড়া হয়েছে। তাই তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে।” এদিকে ধৃত উজ্জ্বলের দাদা সমীর বর্মন বলেন,”নানারকম জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সামান্য একটি ঘটনায় এমন কঠিন ধারায় মামলা করে ছেলেগুলোকে বিপদে ফেলার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের এই ভূমিকার আমি নিন্দা করছি। ধ্রুবর জামিন হলেও দিলীপ ও উজ্জ্বলের জামিন হয়নি।” তবে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

The post ৬ বছরের সম্পর্কে আচমকাই বিচ্ছেদ, প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসে গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement