shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

বহরমপুরের সভায় অসুস্থ সমর্থক, নিজে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করলেন অভিষেক

অসুস্থ সমর্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে।
Published By: Subhankar PatraPosted: 04:07 PM Jan 17, 2026Updated: 04:46 PM Jan 17, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোডশো'য় হঠাৎ অসুস্থ এক সমর্থক। মাঝপথে সভা থামিয়ে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের গাড়ি থেকে লজেন্স নিয়ে আসার কথা বলেন তিনি। সঙ্গে সঙ্গে অসুস্থ সমর্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে।

Advertisement

আজ, শনিবার বহরমপুরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে প্রচুর সমর্থকরা  ভিড় জমান। সভা চলাকালীন সামনে দাঁড়িয়ে থাকা এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।মনে করা হচ্ছে, সুগার কমে গিয়ে তাঁর শরীর খারাপ হয়ে যায়। উপস্থিত কর্মীরা তাঁকে ধরে ফেলেন। এই পুরো ঘটনা চোখ এড়ায়নি অভিষেকের। সঙ্গে সঙ্গে তিনি অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠান। তিনি বলেন, "উনি সুস্থ হয়ে যাবেন। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, অসুবিধার কিছু নেই।"

এদিকে বহরমপুরের সভা থেকে বেলডাঙার অশান্তি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নাম না করে হুমায়ুন কবীরকেও আক্রমণ শানালেন তিনি। অভিষেক বলেন, "সভায় আসার আগে বেলডাঙায় অশান্তির খবর পাই। দলের তরফে অনেকেই সভা না করার কথা বলা হয়েছিল। খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটি ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপিরবাবুরা। এই মাটিতে আরেকজন গদ্দার তৈরি হচ্ছে সে।” তাঁর কথায়, "বহরমপুরে সভা করতে না আসলে গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। খোঁজ নিয়ে দেখলাম এই ঘটনার পিছনে তাঁদের প্রত্যক্ষ মদত ও ইন্ধন রয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement