shono
Advertisement
Abhishek Banerjee

লক্ষ্য জনসংযোগ বাড়ানো, ভোটের আগে শ্রীরামপুরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে রদবদল নিয়ে কী বার্তা অভিষেকের?

আর কী বললেন অভিষেক?
Published By: Tiyasha SarkarPosted: 06:54 PM Sep 02, 2025Updated: 06:54 PM Sep 02, 2025

সুমন করাতি, হুগলি: নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব ভুলে মানুষের জন্য কাজ করতে হবে। বাড়াতে হবে জনসংযোগ। শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে সাফ এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, "আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কথা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষের সমস্যার কথা জেনে দ্রুত সমাধান করতে হবে।"

Advertisement

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক জেলা অনুযায়ী নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ক্যামাক স্ট্রিটে হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি জানান, শীঘ্রই শ্রীরামপুর সাংগঠনিক জেলায় রদবদল হতে চলেছে। ব্লক ও টাউন ও অঞ্চলে একাধিক পদে বদল হবে। পুরোটাই হবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আগামী দিনে কীভাবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যায় তার জন্য একাধিক টিপস দেন অভিষেক।

বৈঠক শেষে শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন বলেন, "আজকে আমাদের সেনাপতি ও সুব্রত বক্সি আমাদের সকলকে নিয়ে নিয়ে বৈঠক করেছেন। সামনেই আমাদের বিধানসভা ভোট। বিশেষ করে সাংগঠনিক বিষয়েই বেশি আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়েছে, আগামী দিনে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে যে উন্নয়নমূলক কাজ করে চলেছেন সেগুলো বেশি করে আরও মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অংশ হিসেবে মানুষের সমস্যা জেনে দ্রুত সমাধান করতে হবে।" পাশাপাশি ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে কর্মসূচির কথাও বলেন অভিষেক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব ভুলে মানুষের জন্য কাজ করতে হবে। বাড়াতে হবে জনসংযোগ।
  • শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে সাফ এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, "আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির কথা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষের সমস্যার কথা জেনে দ্রুত সমাধান করতে হবে।"
Advertisement