সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য রাস্তায় প্রাক্তন বিজেপি বিধায়ক শীতল অঙ্গুরালের ভাইপো খুন। গত শুক্রবার রাতে প্রকাশ্য রাস্তায় বিকাশ নামে ১৭ বছরের ওই কিশোরের উপর হামলা চালায় আততায়ী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই ঘটনার নেপথ্যে মাদকযোগ দেখছে পুলিশ। অনুমান করা হচ্ছে, হামলাকারী মাদকাসক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রাস্তায় এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল বিকাশের। যার জেরে ওই কিশোরের উপর ছুরি হাতে হামলা চালায় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় তাকে সেখানে ফেলেই পালায় অপরাধী। বিজেপি নেতা শীতল বলেন, রাত প্রায় ১০টা নাগাদ তাঁর কাছে খবর আসে বিকাশ আহত হয়ে রাস্তায় পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান তিনি। রক্তাক্ত বিকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
প্রাক্তন বিধায়কের দাবি অনুযায়ী, হামলাকারীকে ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। অভিযুক্ত যুবকের নাম কালু। মোট তিন জন এই হামলার সঙ্গে যুক্ত। এই কালু নিজে মাদকাসক্ত। মাদক পাচারের সঙ্গে জড়িত। এর আগে পুলিশের উপর হামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মূল অভিযুক্ত ও তাঁর দুই সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অপরাধীর খোঁজে বিশেষ দল গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। যদিও কী কারণে ওই কিশোরকে হত্যা করা হল তা এখনও স্পষ্ট নয়।
