shono
Advertisement
Amartya Sen

নোবেলজয়ী অমর্ত্য সেনকেও SIR নোটিস! বীরভূমের সভা থেকে কমিশনকে তোপ অভিষেকের

কমিশন সূত্রে খবর, ফর্মে নাম নিয়ে অসংগতি থাকায় তাঁকে নোটিস পাঠানো হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 04:42 PM Jan 06, 2026Updated: 08:01 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় এসআইআর শুনানি পর্ব চলছে এখন। এনুমারেশন ফর্মে ত্রুটি পেলেই শুনানিকেন্দ্রে ডাক পড়ছে নাগরিকদের। যথাযথ নথি দেখিয়ে তবে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। সেই তালিকায় রয়েছেন তারকারাও। সোমবারই খবর পাওয়া গিয়েছিল, তৃণমূলের তারকা সাংসদ দেব, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের জনসভা থেকে বললেন, ''অমর্ত্য সেনকেও শুনানির নোটিস পাঠিয়েছে! ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আসা ব্যক্তিত্বকেও এরা হেনস্তা করতে ছাড়েনি। টলিউডের উজ্জ্বলতম নক্ষত্র, অভিনেতা-সাংসদ দেবকে নোটিস, দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস দিয়েছে। এগুলো কি ষড়যন্ত্র নয়?'' দলকে অভিষেকের কড়া বার্তা, যারা এসব করছে, ভোটে হারিয়ে তাদের জবাব দিতে হবে।

Advertisement

বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিশ্বখ্যাত। অর্থনীতিতে জনমুখী একাধিক কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। শান্তিনিকেতনের ভূমিপুত্র অর্থনীতিবিদ বছরের সিংহভাগ সময় বিদেশে কাটালেও তিনি ভারতের বাসিন্দা, ভোট দেন। বামপন্থী মনোভাবাপন্ন  নবতিপর অমর্ত্য সেন দেশের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে নিজের মতামত দেন অকপটে। গত বছর বিহারে এসআইআরের সময় তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, ''যদি কিছু কিছু ভোটারকে বাদ দেওয়াই যদি লক্ষ্য হয়, তাহলে তা হবে ভয়ংকর।'' মোদি সরকারের একাধিক অর্থনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে অমর্ত্য সেনকে সুর চড়াতে দেখা গিয়েছে। 

অমর্ত্য সেনকে শুনানির নোটিস। ছবি: দেব গোস্বামী।

এমতাবস্থায় নোবেলজয়ীকে এসআইআর নোটিস পাঠানো রাজনৈতিক অভিসন্ধি দেখছেন বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ''দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করা নোবেলজয়ী অমর্ত্য সেনকেও কমিশন এসআইআর নোটিস পাঠানো হল! এর জবাব আপনারা ভোটে দেবেন তো?'' এদিকে, কমিশন সূত্রে খবর, নোবেলজয়ী অমর্ত্য সেনের ফর্মে কিছু অসংগতি থাকায় তাঁকে শুনানির নোটিস পাঠানো হয়েছে। ভোটার তালিকায় অমর্ত্য কুমার সেন নাম থাকায় এই নোটিস। বিএলও তাঁর বাড়িতে নোটিস নিয়ে যাবেন, তাঁকে শুনানিকেন্দ্রে আসতে হবে না। এই মুহূর্তে অমর্ত্য সেন শান্তিনিকেতনে নেই, আমেরিকার বোস্টন শহরে রয়েছেন। প্রতীচী সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও নোটিস আসেনি। তা পেলে যাবতীয় কাগজপত্র দিতে প্রস্তুত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর শুনানির নোটিস পেলেন নোবেলজয়ী অমর্ত্য সেন!
  • রামপুরহাটের সভা থেকে কমিশনকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • কমিশন সূত্রে খবর, ফর্মে নাম নিয়ে অসংগতি থাকায় তাঁকে নোটি পাঠানো হয়েছে।
Advertisement