shono
Advertisement
Abhishek Banerjee Meets Sonali Bibi

সোনালি বিবির সঙ্গে দেখা করে সদ্যোজাতর নাম রাখলেন অভিষেক, বাঙালি হেনস্তা নিয়ে ফের সরব সাংসদ

গতকাল, সোমবার রামপুরহাট মেডিক্যালে পুত্রসন্তানের জন্ম দেন সোনালি বিবি।
Published By: Subhankar PatraPosted: 05:12 PM Jan 06, 2026Updated: 08:16 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমানের সোনলি বিবির (Sonali Bibi) সঙ্গে বীরভূমে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রামপুরহাটে রণসংকল্প সভা শেষে রামপুরহাট মেডিক্যাল কলেজে অভিষেক। প্রসূতি বিভাগে ভর্তি সোনালির সঙ্গে দেখা করলেন তিনি। সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাতের নামকরণ করলেন তিনি। সোনালির পুত্রসন্তানের নাম রাখলেন আপন। সঙ্গে তাঁদের উপর হওয়া অত্যাচার নিয়েও ফের সরব হয়েছেন তিনি।

Advertisement

গতকাল, সোমবার রামপুরহাট মেডিক্যালে পুত্রসন্তানের জন্ম দেন সোনালি বিবি। অভিষেক আগেই জানিয়েছিলেন দেখা করবেন তাঁর সঙ্গে। মঙ্গলবার রামপুরহাটে সভা ছিল তৃণমূল সাংসদের। কিন্তু হেলিকপ্টারে সমস্যা হওয়ায় দেরিতে বীরভূমে পৌঁছন তিনি। সভা শেষে পৌঁছন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।

হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বলেন, "সোনালি বিবির সঙ্গে দেখা করলাম। দু'জনেই সুস্থ রয়েছে। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যাইনি। সোনালি ও তাঁর মা সদ্যোজাতর নাম রাখার অনুরোধ করেন। আমি নাম রেখেছি আপন। কারণ, যে ভাবে ওঁদের পর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, তা কল্পনা করা যায় না। এরা সবাই আমাদের আপন।"

পাশাপাশি সোনালিদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। শুধুমাত্র বাংলা বলার অপরাধে তাঁদের বাংলাদেশে 'পুশব্যাক' করা হয় বলে দাবি করেন অভিষেক। তৃণমূল সাংসদের দাবি, হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের 'থাপ্পড়' খাওয়ার পর সোনালি ও তাঁর সন্তানকে কেন্দ্রীয় সরকার ফিরিয়ে এনেছে। অভিষেক বলেন, "বাংলা বলার অপরাধে সোনালিকে সন্তান-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফিরিয়ে আনা হয়েছে। শারীরিক ও মানসিক অত্যাচর করা হয়েছে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে এই চোখের জলের দাম দিতে হবে।"

সোনালি বিবির সঙ্গে দেখা করার পর তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে যান অভিষেক। সঙ্গে ছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এই কর্মসূচি আগেই ঠিক করা ছিল। তবে হেলিকপ্টারের সমস্যা থাকায় সময়ের বদল ঘটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ধমানের সোনলি বিবির সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • রামপুরহাটে রণসংকল্প সভা শেষে রামপুরহাট মেডিক্যাল কলেজে অভিষেক। প্রসূতি বিভাগে ভর্তি সোনালির সঙ্গে দেখা করলেন তিনি।
  • সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাতের নামকরণ করলেন তিনি।সোনালির পুত্রসন্তানের নাম রাখলেন আপন।
Advertisement