শেখর চন্দ, আসানসোল: আসানসোলে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ গেল তিন যুবকের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের জুবিলি মোড়ের কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। একই বাইকে ছিলেন সকলে। জুবিলি মোড়ের কাছে ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কের মেরামতির কাজ চলছিল। কোনওভাবে তাঁদের মোটরবাইকের চাকা স্লিপ করে যায়। ফলে রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। সেই সময়ই ভারী গাড়ি তিন যুবকের উপর দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়।
[আরও পড়ুন: ফাঁকা স্কুল চত্বর, ক্লাস থেকে ডেকে এনে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তা যুবকের]
তড়িঘড়ি স্থানীয় ও পুলিশের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তিনজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত তিনজনের মধ্যে দুজনের বাড়ি ধাদকায়, একজনের বাড়ি মহিশীলা কলোনিতে। তিনজনের বয়স আনুমানিক ২৫ বছর। বুধবার আসানসোল জেলা হাসপাতালের ময়নাতদন্ত করার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত করা হবে।
