shono
Advertisement

Breaking News

Purulia

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা, পুরুলিয়ায় লরি ও গাড়ির সংঘর্ষে মৃত কমপক্ষে ৯

দেহগুলো উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Published By: Tiyasha SarkarPosted: 09:12 AM Jun 20, 2025Updated: 01:29 PM Jun 20, 2025

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সাতসকালে পুরুলিয়ার বলরামপুরে ভয়ংকর দুর্ঘটনা। লরি ও ছোটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৯ জনের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisement

জানা গিয়েছে, একটি বিয়েবাড়ি থেকে চালক-সহ ওই ছোট গাড়িতে থাকা ৯ জন ঝাড়খণ্ডের নিমডি যাচ্ছিলেন। পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার বাঁকে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। ছোট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। সংঘর্ষের জেরে গাড়ির ভিতরে কার্যত দলা পাকিয়ে যান একাধিকজন। এই ঘটনার খবর পাওয়ার পর বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৯ জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের সকলের বাড়ি ঝাড়খন্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামে।

ঘাতক লরি ও দুর্ঘটনাগ্রস্থ ছোট গাড়িটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে ওই জাতীয় সড়কে কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বলরামপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান, এই দুর্ঘটনার অন্যতম কারণ দৃশ্যমানতা কমে যাওয়া। নিম্নচাপে জেরে গত মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় ওই জাতীয় সড়কের বাঁকে দৃশ্যমানতা কমে গিয়ে থাকতে পারে। তাছাড়া ছোট গাড়ির চালক ঘুমিয়ে গিয়েছিল কিনা তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "মৃতদেহগুলি দ্রুত উদ্ধার করা হয়েছে। মোট ৯ জনের মৃত্যু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে পুরুলিয়ার বলরামপুরে ভয়ংকর দুর্ঘটনা। লরি ও ছোটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৯ জনের।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
  • দেহগুলো উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Advertisement