shono
Advertisement

Breaking News

Alipurduar

জাতীয় সড়কের গাছ কেটে 'বিক্রি', অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, সব নিয়ম মেনেই হচ্ছে!

অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে।
Published By: Saurav NandiPosted: 04:56 PM Dec 20, 2025Updated: 06:48 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়কের গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারে (Alipurduar) তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। গাছ কেটে বিক্রি করার অভিযোগ অস্বীকার করে তাঁর দাবি, যা হয়েছে, সব নিয়ম মেনে।

Advertisement

চাপরের পার ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় জাতীয় সড়কে চার লেনের রাস্তা তৈরি হবে। তার জন্য জাতীয় সড়কের উপর কিছু গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে। তা নিয়ে যত বিতর্ক। গাছ কেটে গাছের ডালপালা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামী রবীন্দ্র দাসের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন ওই গ্রাম পঞ্চায়েতেরই এক কংগ্রেস সদস্যার স্বামী রঞ্জন রায়। তাঁর অভিযোগ, গাছ কাটার জন্য বন দপ্তরের অনুমতি লাগে। কিন্তু সেই অনুমতি নেওয়া হয়নি। নিয়ম না মেনেই গাছ কেটে ফেলা হয়েছে। রঞ্জনের কথায়, "গাছ কাটার অনেক নিয়ম আছে। গ্রাম পঞ্চায়েতে বৈঠক করে সব ঠিক করতে হয়। কিন্তু পঞ্চায়েতে কোনও বৈঠক হয়নি। বন দপ্তর লিখিত অনুমতি দিলেই গাছ কাটা যায়। কিন্তু সে রকম কোনও অনুমতিই দেয়নি বন দপ্তর। তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী ক্ষমতা দেখিয়ে যা খুশি, তাই করছেন। লুট চলছে এলাকায়। এগুলো বন্ধ হওয়া উচিত। আইন মেনে কাজ না হলে আমরা কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলব।"

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রবীন্দ্র। তিনি বলেন, "চার লেনের রাস্তা তৈরির জন্য যতটুকু জায়গা দরকার, তার সবটাই সরকারি নিয়মে ক্ষতিপূরণ দিয়ে নিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওই জায়গার গাছগুলো কেটে ফেলার জন্য গ্রাম পঞ্চায়েতকে চিঠি দেওয়া হয়েছিল। সেই মতোই গাছের ডাল কাটা হচ্ছে। এবার সেগুলির টেন্ডার ডাকা হবে। সবটাই নিয়মে মেনে করা হচ্ছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাতীয় সড়কের গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে।
  • যদিও অভিযুক্ত তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন।
  • গাছ কেটে বিক্রি করার অভিযোগ অস্বীকার করে তাঁর দাবি, যা হয়েছে, সব নিয়ম মেনে।
Advertisement