জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বনগাঁ পুরসভার এক নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে নির্মীয়মান টিনের ঘর ভাঙচুরের অভিযোগ উঠল| পাশাপাশি মহিলা ও তাঁর মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে| মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে| আক্রান্ত শিপ্রা সর্দার এদিন বিকেলে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন| পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে|
শুধু মারধরই নয়, কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের তরফ থেকে দুই লক্ষ টাকাও দাবি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে। একজন কাউন্সিলর কীভাবে এই কাজ করতে পারেন? তাই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিপ্রা সর্দারের বাড়ি সুভাষপল্লি এলাকায়| বনগাঁ শহরের পূর্বপাড়া হাজারিলাল স্কুলের কাছে তাঁর জমি আছে| শিপ্রা দেবী বলেন, "আমাদের নিজেদের জমিতে পাঁচিল দেওয়া ছিল| আগেও কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস লোকজন নিয়ে এসে পাঁচিল ভেঙে দিয়েছিলেন| এদিন সকালে আমরা টিনের ঘর তৈরি করছিলাম| তিনি দলবল নিয়ে এসে সেই ঘরও ভেঙে দিয়েছেন|" ওই মহিলা ও তাঁর মা কাউন্সিলের লোকজনদের আটকাতে গিয়েছিলেন। সেই সময় তাঁদেরও মারধর করা হয়েছে। দুই লক্ষ টাকা দেওয়ার জন্য প্রবল চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ওই মহিলার স্বামী-সন্তান আছে। কাউন্সিলরের হামলার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছে ওই পরিবার। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছেন ওই নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। তিনি পাল্টা ওই পরিবারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। চিরঞ্জিত বিশ্বাস বলেন, "যে জায়গায় মহিলা ঘর করছিলেন, সেটি তাঁর নিজের জায়গা নয়| সেই জায়গায় এলাকার ছেলেমেয়েরা খেলাধুলো করে| তার পাশেই ওই মহিলার জমি আছে| ওই মহিলা জমি দখল করার চেষ্টা করছিলেন।"
কাউন্সিলর আরও বলেন, "এলাকার মহিলারা গিয়ে ঘর তৈরির কাজে বাধা দিয়েছেন। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।" গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে পুলিশ।