shono
Advertisement
Amit Shah

'১৫ লাখ না দিলে চাকরি পাবেন কীভাবে?' নিয়োগ দুর্নীতি নিয়ে শাহের নিশানায় মমতা

Published By: Amit Kumar DasPosted: 02:40 PM Apr 23, 2024Updated: 06:14 PM Apr 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে সেই ইস্যু তুলে ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তাঁর কথায়, 'চাকরি পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে ওরা। আপনাদের কাছে ১৫ লক্ষ টাকা না থাকলে আপনার বাড়ির লোকেরা চাকরি পাবে কীভাবে?' পাশাপাশি বাংলার মানুষের কাছে শাহের বার্তা, এই নির্বাচনে বাংলা বিজেপিকে ৩০ আসন দিলে উত্তরবঙ্গের মানুষের জন্য রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ে তুলবে মোদি সরকার। 

Advertisement

মঙ্গলবার রায়গঞ্জের করণদিঘিতে নির্বাচনী সভায় তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে বাংলায় দুর্নীতি ও হিংসাকে হাতিয়ার করেন অমিত শাহ। সাম্প্রতিক নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিলের প্রসঙ্গ তুলে ধরে বলেন, '৫০ হাজার চাকরি বাতিল করেছে আদালত। কারণ চাকরি পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে ওরা।' এরপর সভায় উপস্থিত মানুষের উদ্দেশে শাহ প্রশ্ন করেন, 'পরিবারের সদস্যদের চাকরি দেওয়া জন্য ১৫ লক্ষ টাকা ঘুষ দিতে পারবেন আপনারা। যদি না দিতে পারেন তাহলে আপনাদের বাড়ির লোকেরা কীভাবে চাকরি পাবেন? ওনার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ৫১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তিনি এখন জেলে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বরখাস্ত করেননি।' এর পর বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে শাহ বলেন, 'একমাত্র বিজেপিই পারে এই দুর্নীতি রুখতে।'

[আরও পড়ুন: ২০ বছর আগে বাবাকে মেরেছিল জঙ্গিরা, উপত্যকায় এবার টার্গেট কিলিংয়ের শিকার ছেলে]

এছাড়াও বাংলার মানুষের কাছে অমিত শাহ আর্জি জানান, এবার রাজ্য থেকে বিজেপিকে ৩০ থেকে ৩৫ টি আসন দেওয়ার। মমতা সরকারকে তোপ দেগে তিনি বলেন, 'এখানে রায়গঞ্জের জন্য এইমস হাসপাতাল গড়ার পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্প আটকে দেন। পুরো উত্তরবঙ্গে একটাও এইমস নেই। মোদি গ্যারান্টি দিয়েছেন ৩০ আসন জিতিয়ে দিন আমরা উত্তর বঙ্গের জন্য আলাদা এইমস গড়ার কাজ করব।'

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]

পাশাপাশি এই রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে শাহ বলেন, 'গোটা দেশে নির্বাচন হয় শান্তিপূর্ণভাবে। অথচ বাংলায় নির্বাচন হলেই শুরু হয় একের পর এক খুন। শত শত মানুষ মারা যায়। তৃণমূলের জন্যই এই হিংসা হয়। মা মাটি মানুষের কথা বলে তৃণমূল ক্ষমতায় এসেছিল। আজ মা সন্দেশখালিতে অপমানিত, মাটিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছে এবং মানুষকে দুর্নীতি ও হিংসার মাধ্যমে শেষ করে দিচ্ছে ওরা।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচনী প্রচারে বাংলার নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে তোপ মমতার।
  • গোটা দেশে নির্বাচন হয় শান্তিপূর্ণভাবে। অথচ বাংলায় নির্বাচন হলেই শুরু হয় একের পর এক খুন।
  • বাংলার মানুষের কাছে শাহের আর্জি, মোদিকে এবার ৩০ থেকে ৩৫ টি আসন উপহার দিন।
Advertisement