shono
Advertisement

রাজ্য সফর বাতিল, কোচবিহারে বিজেপির সভায় আসছেন না অমিত শাহ

দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক বিজেপির সর্বভারতীয় সভাপতির৷ The post রাজ্য সফর বাতিল, কোচবিহারে বিজেপির সভায় আসছেন না অমিত শাহ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:37 AM Dec 07, 2018Updated: 11:47 AM Dec 07, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জল্পনা ছিলই৷ রথযাত্রা নিয়ে আইনি জটিলতার মাঝে শেষপর্যন্ত রাজ্য সফর বাতিল করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শুক্রবার কোচবিহারে আসছেন না তিনি৷ সফর বাতিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবেরও৷ দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ৷ তাঁর সফর বাতিলের কথা অবশ্য এখনও ঘোষণা করেনি রাজ্য বিজেপি নেতৃত্ব৷ তবে দলের সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যদি নাও আসেন, তাহলেও কোচবিহারে বিজেপি-র সভা হবে৷ এদিকে কলকাতা হাই কোর্টে রথযাত্রা মামলাটি গ্রহণ করেছে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ৷ দুপুর সাড়ে বারোটায় থেকে শুনানি শুরু হবে৷

Advertisement

[ পুরীর আদলে এবার নবরূপে জগন্নাথ মন্দির দিঘায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

এ রাজ্যে বিজেপির রথযাত্রা কর্মসূচি ঘোষণা হয়েছিল অনেক আগে৷ শুক্রবার কোচবিহারে জনসভা করে রথযাত্রার সূচনা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর৷ ঠিক ছিল, বীরভূমের তারাপীঠ ও গঙ্গাসাগর থেকে আরও দুটি রথ বের করবেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ কিন্তু, এ রাজ্যে রথযাত্রা করার অনুমতি দেয়নি প্রশাসন৷ শেষ মুহূর্তে হাই কোর্টে গিয়ে অনুমতি আদায় করার মরিয়া চেষ্টা করেছিলেন রাজ্য বিজেপি নেতারা৷ কিন্তু, তাতেও লাভ হয়নি, উলটে নিরাপত্তার কারণে রথযাত্রা কর্মসূচির উপর স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ৷ শুক্রবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে ফের মামলা করে বিজেপি৷ মামলাটি গ্রহণ করেছে আদালত৷ দুপুর সাড়ে বারোটায় রথযাত্রা মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে৷

এদিকে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ধাক্কায় খেলেও পূর্ব নির্ধারিত কর্মসূচিতেই অনড় ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চের রায়ের জন্য অপেক্ষা করবেন তাঁরা৷ তবে আদালত যদি রথযাত্রার অনুমতি নাও দেয়, সেক্ষেত্রেও কোচবিহারে সভা হবে এবং জনসভায় হাজির থাকবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি  অমিত শাহ৷ কিন্তু, শেষ মুহূর্তে রাজ্য সফর বাতিল করে দিলেন অমিত শাহ৷ দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন তিনি৷ শোনা যাচ্ছে, রথযাত্রা নিয়ে আইনি জটিলতায় দলের রাজ্য নেতৃত্বের উপর রীতিমতো বিরক্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ মূলত রথযাত্রার উদ্বোধন করার জন্য এ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের৷ কিন্তু, আইনি জটিলতায় সেই রথযাত্রাই তো অনিশ্চিত৷ তাই রাজ্য সফরও বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ তবে দলের সর্বভারতীয় সভাপতি না এলেও কোচবিহারে সভা হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়৷ বস্তুত, অমিত শাহ যে আসছেন না, তা এখনও সরকারিভাবে ঘোষণাও করেনি বঙ্গ বিজেপি৷  

[রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া, কিছুদিনের মধ্যেই কনকনে শীত দক্ষিণবঙ্গে]

The post রাজ্য সফর বাতিল, কোচবিহারে বিজেপির সভায় আসছেন না অমিত শাহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement