সঞ্জিত ঘোষ, নদিয়া: নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা। তারই মাঝে ক্রমশ ডালপালা মেলছে ডেঙ্গু। রাজ্যে মশাবাহিত রোগের বলি আরও এক। বছর সত্তরের ওই বৃদ্ধের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর কথা উল্লেখ রয়েছে।
মৃত রতন কর্মকার, নদিয়ার রানাঘাটের নন্দীঘাটের বাসিন্দা। বছর সত্তরের ওই বৃদ্ধ গত সপ্তাহখানেক ধরে জ্বরে ভুগছিলেন। পরিবার সূত্রে খবর, নিজের বাড়িতে চিকিৎসা চলছিল তাঁর। তবে চিকিৎসায় বিশেষ লাভ হয়নি। ধীরে ধীরে কমতে থাকে প্লেটলেট। গত বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভরতি করা হয়। শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে ডেঙ্গু পজিটিভ।
[আরও পড়ুন: সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু! নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কে মিলল নগ্ন দেহ! নেপথ্যে কে?]
স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যের মধ্যে ডেঙ্গু সংক্রমণে শীর্ষে নদিয়া। তার ঠিক পরেই রয়েছে দুই ২৪ পরগনা। রাজ্যে আক্রান্তের সংখ্যা চার হাজারেরও বেশি। স্বাস্থ্যদপ্তরের পর্যবেক্ষণ, শহরের তুলনায় গ্রামে ডেঙ্গু আক্রান্ত বেশি। তাই প্রায় ৯ হাজার ডাক্তার ও প্যারামেডিক্যাল কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যে ১৬০টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিখরচায় রক্ত পরীক্ষার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্বাস্থ্যদপ্তরের নির্দেশিকা অনুযায়ী, জেলা হাসপাতালে রাখতে হবে প্রয়োজনীয় প্লেটলেট। তবে একই সঙ্গে নির্দেশ ১০ হাজারের নিচে না নামলে কোনওভাবেই প্লেটলেট যাতে না দেওয়া হয়। হঠাৎ কোনও এলাকায় ডেঙ্গুর প্রকোপ যদি বাড়ে তবে হাসপাতালগুলিকে যথেষ্ট পরিমাণে শয্যা প্রস্তুত রাখতে হবে।
