অতুলচন্দ্র নাগ, ডোমকল: অঙ্গনওয়াড়ির খাবারে ইঁদুরের বিষ্ঠা ও পোকা! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের ডোমকলের হারুনপাড়ায়। ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি থেকে রীতিমতো পালালেন প্রধান সহায়িকা।
মুর্শিদাবাদের ডোমকলের ১৩৪ নম্বরের হারুরপাড়ায় রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। প্রতিদিন এলাকার বেশ কিছু বাচ্চা সেখানে যায়। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি। এদিন খাবারে মেলে পোকা, ইঁদুরের বিষ্ঠা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। স্থানীয় মহিলাদের অভিযোগ, রান্না খাবারের প্রায়দিনই পোকা থাকে। প্রতিবাদ করে কোনও সুরাহা হয়নি। এদিন আবারও ওই একই ঘটনা ঘটায় তারা বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, অবস্থা বেগতিক বুঝে প্রধান সহায়িকা ভিড়ের মধ্যে থেকে দৌড়ে পালিয়ে যান।
[আরও পড়ুন: ‘আটটি বাড়ি নিল কে? কাকা-ভাইপো আবার কে’, আবাস যোজনা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টারে চাঞ্চল্য]
এই ঘটনায় বিব্রত ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল ইসলাম। তিনি বলেন, “ওই সহায়িকা প্রথম থেকেই অবাধ্য। আগে অভিযোগ উঠলে বলতেন, কী করব গাছ তলায় রান্নাবান্না করতে হয় নোংরা পড়ে যায়। ওই ঘটনায় আমরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঠন-পাঠনের ব্যবস্থা করে দিয়েছিলাম। তারপরও বারবার অভিযোগ ওঠে। আজকেও দেখা গেল খাবারে পোকা, ইঁদুরের বিষ্ঠা রয়েছে। বিষয়টি সিডিপিও সাহেবকে জানানো হবে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।” প্রধান সহায়িকা সীমা খাতুনের মন্তব্য জানা সম্ভব হয়নি।
