shono
Advertisement

কমিশনকে থোড়াই কেয়ার! ভোটপ্রচারে অনুব্রতর দাওয়াই ‘নকুলদানা’

উন্নয়নের নিরিখে ঘাসফুল শিবির ভোট বৈতরণী পার করবে বলেই আশাবাদী অনুব্রত৷ The post কমিশনকে থোড়াই কেয়ার! ভোটপ্রচারে অনুব্রতর দাওয়াই ‘নকুলদানা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM Mar 30, 2019Updated: 04:15 PM Apr 17, 2019

নন্দন দত্ত, সিউড়ি: বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন শোকজ করেছে তাঁকে৷ তবে তা সত্ত্বেও নকুলদানা দাওয়াই দিতে ছাড়ছেন না অনুব্রত মণ্ডল৷ ময়ূরেশ্বরের হাজিপুরের জনসভায় কর্মীদের তিনি বলেন, ‘‘যাঁরা হিন্দু তাঁরা শিবমন্দিরে পুজো দেবেন। নকুলদানার সঙ্গে কিছু ফল প্রসাদ হিসাবে দিন। যাঁরা মুসলিম তাঁরা মাজারে গিয়ে নকুলদানা চড়াবেন। তারপর নিজের এলাকায় গিয়ে বাড়ি বাড়ি তা বিলি করবেন। তাতে আপনার মঙ্গল হবে।’’

Advertisement

[ আরও পড়ুন: মুনমুনের পোস্টারে মহানায়িকার ছবি, তৃণমূল প্রার্থীকে কটাক্ষ বাবুলের]

নির্বাচনী আবহে অনুব্রত মণ্ডল কথার প্যাঁচেই বিরোধীদের কুপোকাত করেন। চড়াম-চড়াম ঢাক, গুড়-বাতাসা বিলি, মশা আটকাতে গ্রামে গ্রামে মশারি টাঙানোর বার্তা দিয়েই জনপ্রিয় তিনি৷ নিজের গড়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে নরেন্দ্র মোদি, অমিত শাহের সমালোচনা করতে ছাড়লেন না অনুব্রত। শুক্রবার এ রাজ্যে এসে অমিত শাহ বাংলার উন্নতির জন্য তার দলের জয় আবশ্যক বলেই দাবি করেছেন৷ তার পালটা দেন তৃণমূল নেতা৷ তিনি বলেন, ‘‘আগে তুমি নিজে মুক্ত হও। বাংলার মানুষ নিজেই নিজেদের মুক্ত করবে।’’ অনুব্রত নিজেকে চৌকিদার বলতে রাজি নন।
ম্যায় ভি চৌকিদার’-এর প্রসঙ্গ তুলেও মোদিকে একহাত নেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি৷ তিনি বলেন, ‘‘কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, পড়ুয়া, মজদুরদের চৌকিদারের প্রয়োজন হয় না। চৌকিদার প্রয়োজন হয় নীরব মোদিদের।’’

[ আরও পড়ুন: হাতিয়ার ‘বর্ণপরিচয়’, অভিনব ছড়া তৈরি করে বিজেপিকে আক্রমণ তৃণমূলের]

কারগিল যুদ্ধের প্রসঙ্গ তুলে তৃণমূলের বিশ্বস্ত সৈনিক বলেন,‘‘কারগিল যুদ্ধের পর অটলবিহারী বাজপেয়ীর সরকার কেন্দ্রে ফেরেনি। এবার এয়ারস্ট্রাইক করেছে ভারত৷ তাতেও নরেন্দ্র মোদির পক্ষে আর দেশের ক্ষমতায় আসা সম্ভব নয়৷’’ ১২০টির বেশি আসন লোকসভা নির্বাচনে বিজেপির কপালে জুটবে না বলেও দাবি অনুব্রতর। বিরোধী শিবিরের সমালোচনার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা৷ উন্নয়নের নিরিখেই ঘাসফুল শিবির ভোট বৈতরণী পার করবেন বলেই আশাবাদী অনুব্রত

The post কমিশনকে থোড়াই কেয়ার! ভোটপ্রচারে অনুব্রতর দাওয়াই ‘নকুলদানা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement