shono
Advertisement
Santiniketan

পৌষমেলায় ঘুরুন নিশ্চিন্তে, শান্তিনিকেতনে অ্যাপের মাধ্যমে এবার মিলবে টোটো

'টোটোওয়ালা' নামক বিশেষ অ্যাপটির পরিকল্পনা করেছেন বিশ্বভারতী প্রাক্তন দুই পড়ুয়া।
Published By: Sucheta SenguptaPosted: 06:16 PM Dec 19, 2024Updated: 09:32 PM Dec 19, 2024

দেব গোস্বামী, বোলপুর: শান্তিনিকেতন পৌষমেলার আগেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অ্যাপের মাধ্যমে টোটো পরিষেবা চালু হতে চলেছে। সহজেই মিলবে এই টোটো। সঠিক ভাড়ায় যেমন গন্তব্যে পৌঁছতে পারবেন সকলে, তেমনই বোলপুর-শান্তিনিকেতনের পরিবহণ ব্যবস্থাও অনেকটা উন্নত হবে। আর এই অ্যাপের মাধ্যমেই এলাকায় চলাচলকারী সব টোটোকে যুক্ত করা হবে বলেই জানা গিয়েছে। অ্যাপ ক্যাবের মতো ফোন থেকেই টোটো বুক করা যাবে। যাঁরা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, তাঁরা নির্দিষ্ট নম্বরে ফোন করেও টোটো বুক করতে পারবেন। কলকাতা বা বড় শহরগুলির রাস্তায় চলা 'ওলা', 'উবের'-র মতো অ্যাপের সঙ্গে পরিচিত নন, এমন মানুষ পাওয়া এখন দুষ্কর। আর এই অ্যাপের মাধ্যমে 'টোটো'র বুকিং, দূর-দূরান্তের দেশ-বিদেশের পর্যটকদের জন্য বিশেষ সুবিধা পৌঁছে দিতে 'টোটোওয়ালা' নামক বিশেষ অ্যাপের পরিকল্পনা বিশ্বভারতী প্রাক্তন পড়ুয়াদের।

Advertisement

বর্তমানে বোলপুরে টোটোর সংখ্যা প্রায় ১০ হাজারের বেশি। ফলে দিনদিন বাড়ছে যানজট। যা নিয়েও সাধারণ মানুষকে প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু তাঁর থেকেও বড় সমস্যা টোটোর লাগামহীন ভাড়া বৃদ্ধি। প্রথমদিকে টোটো ইউনিয়ন বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী একটি রেট চার্ট তৈরি করে। পরে তা বোলপুর পুরসভা ও পুলিস প্রশাসনের অনুমতি নিয়ে কার্যকরও করা হয়। কিন্তু বর্তমানে সেই রেট তালিকা না মেনে বেশি ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলের। এমনকী, পর্যটকরা দূরত্ব এবং ভাড়ার বিষয়ে অবগত না থাকায় তাঁদের সঙ্গেও প্রায়ই প্রতারণা করা হয় বলেই অভিযোগ। অতিরিক্ত ভাড়ার খপ্পরে ক্ষুব্ধ যাত্রীরাও। সরকারিভাবে ভাড়া নির্দিষ্ট না করার জন্য ভাড়া নিয়ে টোটোচালক - পর্যটক বচসা নিয়মে পরিণত হয়েছে। পাশাপাশি পর্যটকদের আধিক্য বাড়ায় টোটো পাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়ে।

অথচ শান্তিনিকেতন-বোলপুর জুড়ে ঘিরে থাকা ২৩-২৪টি পর্যটনস্থল ঘুরে দেখার জন্য টোটো ছাড়া অন্য কোনও সুলভ ব্যবস্থা নেই। আর সেই কারনেই এই 'টোটোওয়ালা' অ্যাপের ভাবনা। ভাবনার অন্যতম কারিগর বিশ্বভারতীর প্রাক্তনী শুভনাথ ও রিনি চক্রবর্তী জানান, "পর্যটকদের নির্ঝঞ্ঝাটে নিশ্চিন্ত মনে ঘোরাফেরার সুযোগ করে দিতেই এই ভাবনা। কারণ, শান্তিনিকেতন বর্তমানে টোটো ভাড়া নিয়ে পর্যটকদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। তাই পর্যটকরা যাতে নিশ্চিন্তে শান্তিনিকেতন ঘুরে দেখতে পারেন তাঁর জন্য অ্যাপের মাধ্যমে টোটো বুকিং ব্যবস্থা করার পরিকল্পনা মাথায় এসেছে। অ্যাপের মাধ্যমে সহজেই পর্যটন প্যাকেজের জন্য টোটো নিতে পারবেন দর্শনার্থীরা। কেউ চাইলে বেছে নিতে পারবেন পর্যটনস্থলও। শুধু তাইই নয়, কোনও নির্দিষ্ট দিন বা সময়ের জন্যও অগ্রিম টোটো বুকিং করার সুবিধাও থাকছে এই অ্যাপে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পৌষমেলার আগেই শান্তিনিকেতনে চালু হচ্ছে অ্য়াপ টোটো।
  • 'টোটোওয়ালা' নামক বিশেষ অ্যাপটির পরিকল্পনা করেছেন বিশ্বভারতী প্রাক্তন দুই পড়ুয়া।
Advertisement