রাজ কুমার, আলিপুরদুয়ার: হঠাৎ জলদাপাড়া জাতীয় উদ্যানে চিরুনি তল্লাশি। ঘিরে ফেলা হল জাতীয় উদ্যান। নামানো হয়েছে ডগ স্কোয়াড। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও র্যাপিড রেসপন্স টিমের সঙ্গে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ। গোপন খবর পাওয়ার পর হাই অ্যালার্ট জারি করা হয়েছে জলদাপাড়ায়। সতর্ক করা হয়েছে জঙ্গল লাগোয়া বাসিন্দাদেরও।
রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গল ও জঙ্গল লাগোয়া এলাকায় তল্লাশি অভিযান চালায় কর্তৃপক্ষ। মূলত জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদালবস্তি, চিলাপাতা, নীলপাড়া ও মাদারিহাট এই চার রেঞ্জ এলাকায় তল্লাশি চলছে। খবর, চোরাশিকারিরা এই এলাকায় আস্তানা গেড়েছে। সূত্র মারফত সেই খবর মিলতেই অভিযান চালায় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও র্যাপিড রেসপন্স টিম। সঙ্গে নিয়ে আসা হয় ডগ স্কোয়াডকেও। এলাকাজুড়ে তল্লাশি চলে। যাতায়াত করা গাড়িগুলিতেও তল্লাশি চালানো হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাসোয়ান বলেন, "মূলত চারিটি রেঞ্জে তল্লাশি অভিযান চলছে। জঙ্গল লাগোয়া বাসিন্দাদেরও সচেতন করা হচ্ছে। তারা চোরাশিকারিদের সন্ধান পেলে বা কোনও সন্দেহজনক গতিবিধি লক্ষ করলে যেন তৎক্ষণাৎ আমাদের খবর দেয়।"
সপ্তাহখানেক আগে, জলদাপাড়া জাতীয় উদ্যানে পাচার রোধ ও মানুষ বন্য প্রাণী সংঘাত রুখতে বড় পদক্ষেপ নেয় বনদপ্তর। চালু করা হয় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। বন্যপ্রাণী সংরক্ষণে নজরদারি আরও শক্তিশালী করতে আধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তারপরই আজ, রবিবার গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালাল কর্তৃপক্ষ।
